ICC New Rule: ফিল্ডারদের রাতের ঘুম উড়াল ICC, ৬০ সেকেন্ডের ওলটপালটেই শাস্তি, আসছে নতুন নিয়ম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক পরেই রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ আইপিএল। আবার এই আইপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বেজে যাবে ২০২৪ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দামামা। এসব নিয়ে যখন ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন ঠিক সেই সময়ই ফিল্ডারদের রাতের ঘুম উড়িয়ে নতুন নিয়ম জারি করার ঘোষণা করল আইসিসি (ICC New Rule)।

Advertisements

নতুন যে নিয়ম জারি করা হতে চলেছে সেই নিয়ম অনুযায়ী ৬০ সেকেন্ডের ওলটপালট হলেই ফিল্ডিং পক্ষকে শাস্তি দেওয়া হবে। চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ থেকেই নতুন এই নিয়ম লাগু হয়ে যাবে। টি-টোয়েন্টি ম্যাচ ছাড়াও এক দিবসীয় ম্যাচেও নতুন এই নিয়ম লাগু করা হবে বলেই জানা যাচ্ছে আইসিসি সূত্রে।

Advertisements

আইসিসির তরফ থেকে নতুন যে নিয়ম আনা হচ্ছে তার নাম স্টপ ক্লক। এতদিন পর্যন্ত পরীক্ষামূলকভাবে নতুন এই নিয়ম নিয়ে কাজ চালানো হচ্ছিল। অবশেষে এই নিয়ম কার্যকর করার ঘোষণা করা হলো। এই নিয়ম অনুযায়ী যারা ফিল্ডিং পক্ষ অর্থাৎ বোলিং করবেন তাদের এক ওভার শেষ হওয়ার পর পরবর্তী ওভার শুরু করার জন্য মাত্র ৬০ সেকেন্ড সময় থাকবে।

Advertisements

আরও পড়ুন ? ICC T20 World Cup Schedule: ঘোষিত হলো T-20 ক্রিকেট বিশ্বকাপের সূচি! দেখে নিন কবে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান

গত বছরই আইসিসির তরফ থেকে নতুন এই নিয়ম চালু করা নিয়ে ঘোষণা করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ২০২৪ সালের এপ্রিল মাস থেকে নতুন নিয়ম লাগু করা হবে। আর সেই ঘোষণা অনুযায়ী এবার পাকাপাকিভাবে নতুন এই নিয়ম আসতে চলেছে। নতুন এই নিয়ম জারি করার পিছনে মূল উদ্দেশ্য হলো নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করা।

নতুন নিয়ম অনুযায়ী, এক ওভার শেষ হওয়ার পর পরবর্তী ওভার শুরু করতে ৬০ সেকেন্ডের মধ্যে করা না হলে শাস্তি পেতে হবে। এক্ষেত্রে ফিল্ড আম্পায়ার ফিল্ডিং করা দলকে দুবার সতর্ক করবে। দুবার সতর্ক করার পরও যদি তৃতীয়বার একই ভুল হয় তাহলে পেনাল্টি হিসাবে বিপক্ষ দলকে ৫ রান দেওয়া হবে। এমনকি পরবর্তীতে যতবার ফিল্ডিং করা দল এই নিয়ম লঙ্ঘন করবে ততবার বিপক্ষ দল ৫ রান করে বাড়তি পাবে। অন্যদিকে ডিআরএস অথবা ব্যাটসম্যানদের জন্য ওভার শুরু করতে দেরি হলে কি ব্যবস্থা গ্রহণ হবে তা আম্পায়ার সিদ্ধান্ত নেবেন।

Advertisements