ICC T20 World Cup Schedule: ঘোষিত হলো T-20 ক্রিকেট বিশ্বকাপের সূচি! দেখে নিন কবে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই শেষ হয়েছে ক্রিকেটের বিশ্বজয়ের ৫০ ওভারের খেলা। যে খেলায় শেষ মুহূর্তে গিয়েও ভারতকে চ্যাম্পিয়ন ট্রফি ছাড়াই ফাঁকা হাতে ফিরতে হয়। তবে ৫০ ওভারের বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই ঘোষিত হয়ে গেল টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সূচি (ICC T20 World Cup Schedule)। আইসিসির তরফ থেকে শুক্রবার এই সূচি প্রকাশ করা হয়েছে। সূচি প্রকাশ হতেই সবাই ভারত পাকিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন।

৫০ ওভার হোক অথবা ২০ ওভার, ক্রিকেট বিশ্বকাপের খেলায় সবচেয়ে জমজমাট খেলা হয়ে থাকে টিম ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। এই দুই দলকে জাত শত্রু বলা হয়ে থাকে। যে কারণে বিশ্বের যে কোন মাঠেই এই দুই দেশের খেলা হোক না কেন, স্টেডিয়াম থেকে শুরু করে টিভির পর্দা কোন জায়গাতেই দর্শকের খামতি থাকে না। এখন দেখে নেওয়া যাক ২০২৪ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সূচি আর কবে পড়েছে ভারত পাকিস্তানের খেলা।

২০২৪ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে আগামী ১ জুন। প্রতিযোগিতা শেষ হবে ২৯ জুন। অর্থাৎ প্রায় এক মাস ধরে চলবে প্রতিযোগিতা। এবার এই প্রতিযোগিতার আসর বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বের প্রতিটি দেশের কাছেই ওয়েস্ট ইন্ডিজের পিচ খুব পরিচিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পিচ কিন্তু সেই ভাবে পরিচিত নয়। যে কারণে এই টুর্নামেন্ট অংশগ্রহণকারী প্রতিটি দলের কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে।

আরও পড়ুন 👉 Ind SA Test: দক্ষিণ আফ্রিকার মাটিতে দেড় দিনে জয় ভারতের, তার থেকেও বড় নজির মুকেশ কুমারের

অন্যদিকে গত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অর্থাৎ ২০২২ সালে মোট দলের সংখ্যা ছিল ১৬। কিন্তু এবার সেই সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এবার টিম সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ২০। ২০২২ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল অস্ট্রেলিয়া। তাদের এবার লক্ষ্য থাকবে কাপ ধরে রাখার। অন্যদিকে অন্যান্য যেসব দল রয়েছে তাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। আবার ২০০৭ সালের পর ভারত একবারও চ্যাম্পিয়ন হয়নি। যে কারণে এবার তাদের লক্ষ্য থাকবে কাপ ভারতে আনার।

পুরো খেলার সূচি 👇

এবারের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রথম খেলা রয়েছে ৫ জুন। প্রথম খেলায় প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এরপর দ্বিতীয় খেলা রয়েছে ৯ জুন। যেদিন ভারত মাঠে নামবে নিউ ইয়র্কে পাকিস্তানের বিরুদ্ধে। ভারত তৃতীয় ম্যাচ খেলতে নামবে ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ভারতের চতুর্থ ম্যাচ কানাডার বিরুদ্ধে ১৫ জুন। ভারত যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে তারা অনেকটাই অ্যাডভান্টেজে রয়েছে। এই গ্রুপে একমাত্র পাকিস্তান সবচেয়ে বড় প্রতিপক্ষ।