নিজস্ব প্রতিবেদন : দেশের সাধারণ মানুষদের টাকা দেশের যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চিত রাখার উপর একপ্রকার গ্যারান্টি দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গ্যারান্টি দেওয়ার জন্য সব সময় দেশের সমস্ত ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের উপর নজরদারি চালানো হয়। যাতে গ্রাহকদের সঞ্চিত টাকার কোন হেলদোল না হয়, গ্রাহকরা যাতে কোন অসুবিধার মুখে না পড়েন তার জন্য এমন ব্যবস্থা।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন নজরদারি চালানোর সময় বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান কোনরকম নিয়ম অমান্য করলেই তাদের উপর ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। ঠিক সেই রকমই এবার নিয়ম না মানার জন্য দেশের জনপ্রিয় দুটি ব্যাঙ্ককে কোটি কোটি টাকা খোয়াতে হলো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই দুটি ব্যাংককে কোটি কোটি টাকা জরিমানা করেছে। ব্যাংক দুটি হল আইসিআইসিআই (ICICI) এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক (Kotak Mahindra Bank)।
কি কারণে এই দুটি ব্যাংকের উপর বিপুল পরিমাণ অর্থ জরিমানা হিসাবে ধার্য করা হয়েছে? বিপুল টাকা জরিমানার কারণ হিসাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যা জানানো হয়েছে তাতে বলা হয়েছে, দেশের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক আইসিআইসিআই ব্যাংক অ্যাডভান্স এবং প্রতারণা সংক্রান্ত কয়েকটি নিয়ম মানেনি। এই সকল নিয়ম না মানার কারণেই তাদের ওপর জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
অন্যদিকে লোন সহ একাধিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক হিসেবে পরিচিত কোটাক মহিন্দ্রা ব্যাংক আর্থিক পরিষেবার ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট এবং কোড অফ কনডাক্ট মেনে না চলার কারণে এমন জরিমানার সম্মুখীন। জরিমানার সম্মুখীন হয়েই এই দুই ব্যাংককে কোটি কোটি টাকা খোয়াতে হলো। কারণ তাদের এই টাকা এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে দিতে হবে।
মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই দুই ব্যাংকে জরিমানার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক ১২.১৯ কোটি টাকা এবং কোটাক মহিন্দ্রা ব্যাংক ৩.৯৫ কোটি টাকার জরিমানার সম্মুখীন। তবে এই বিপুল টাকা জরিমানা হলেও তার প্রভাব গ্রাহকদের উপর পড়বে না বলেই জানা যাচ্ছে।