সুখবর, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো ICICI ব্যাঙ্ক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দিন দেশে মুদ্রাস্ফীতি বেড়ে চলার কারণে পকেটে টান পড়ছে সাধারণ মানুষদের। এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করার জন্য কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। তিন মাসে একাধিকবার রেপো রেট বৃদ্ধি করার পর তা বর্তমানে দাঁড়িয়েছে ৫.৯০ শতাংশ।

Advertisements

রেপো রেট বৃদ্ধি পাওয়ার ফলে বিভিন্ন ব্যাংক তাদের গ্রাহকদের ঋণের উপর সুদের হার বৃদ্ধি করেছে। আবার একইভাবে ব্যাংকে জমা রাখা স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করছে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংক। সেই রকমই এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি ব্যাংক ICICI।

Advertisements

ব্যাংকের তরফ থেকে তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে গত ১৮ অক্টোবর থেকে তারা তাদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের উপর সুদের এই হার পরিবর্তন করেছে। ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৩.০০% থেকে ৬.২০% পর্যন্ত সুদের হার পাবেন। সর্বোচ্চ সুদের হার এখন ৬.৭০% দাঁড়িয়েছে, সর্বোচ্চ এই সুদের হার পাবেন প্রবীণ নাগরিকরা।

Advertisements

৭ থেকে ২৯ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক এখন ৩.০০% সুদ দেবে। ৩০ থেকে ৪৫ দিনের মেয়াদের আমানতের ক্ষেত্রে ৩.৫০% সুদের হার প্রযোজ্য হবে। এখন থেকে ৪৬ থেকে ৬০ দিনের মধ্যের মেয়াদের আমানতে ৩.৫০% হারে সুদ পাবেন। ৬১ থেকে ৯০ দিনের মেয়াদের স্থায়ী আমানতে ৩.৭৫% হারে সুদ পাবেন। ৯১ দিন থেকে ১৮৪ দিনের আমানতে ICICI ব্যাঙ্ক এখন ৪.২৫% সুদ দেবে। ১৮৫ দিন থেকে ২৭০ দিনের মেয়াদের স্থায়ী আমানতে ব্যাঙ্ক এখন ৫.০০% সুদের হার প্রযোজ্য হবে।

২৭১ দিন থেকে এক বছরের কম সময়ের মেয়াদের স্থায়ী আমানতে ৫.০০% এবং এক বছর থেকে ৩৮৯ দিন পর্যন্ত মেয়াদের স্থায়ী আমানতের উপর ৫.৮০% সুদের হার প্রযোজ্য হবে। ৩৯০ দিন থেকে ২ বছরের মধ্যে ম্যাচিওর হওয়া স্থায়ী আমানতের সুদের হার হবে ৫.৮০%। এছাড়াও ২ বছর ১ দিন থেকে ৩ বছরের স্থায়ী আমানতের সুদের হার হবে ৬.০০%। ৩ বছর ১ দিন থেকে ৫ বছরের স্থায়ী আমানতে ICICI ব্যাঙ্ক এখন ৬.২০% হারে সুদ দেবে।

Advertisements