Traffic Rules: কেউ না থাকলেও সিগন্যাল ভেঙে করা যাবে না রাস্তা পারাপার! গুনতে হবে এত টাকা জরিমানা

In the new system, if you break the traffic rules and cross the road, you will be caught: প্রতিদিন ট্রাফিক সিগন্যাল ভাঙ্গার জন্য বহু মানুষের প্রাণ পর্যন্ত চলে যায়। এমনকি জরিমানা দিতে হয় বহু টাকা। তবে রাতের অন্ধকারে সিগন্যাল গ্রীন থাকা সত্বেও এমন অনেকেই আছেন যারা রাস্তা পারাপার করেন। গাড়ি হয়তো অনেক দূরে এবং রাস্তায় কেউ নেই এই সুযোগে সিগন্যাল গ্রীন থাকলেও চট করে রাস্তা পর হওয়ার ঘটনা নতুন নয়। তবে এবার থেকে আর এসব করা যাবেনা। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নয়া পদক্ষেপ। নিয়ম (Traffic Rules) না মেনে রাস্তা পার করলেই গুনতে হবে ফাইন।

কি সেই নতুন নিয়ম জানেন কি? আজকের প্রতিবেদনে সেটাই হলো আলোচ্য বিষয়। আপনি যদি এই নিষেধাজ্ঞা না মানেন তাহলে রাস্তা পারাপারের জন্য এবার থেকে জরিমানা দিতে হবে। হয়তো জরিমানার অর্থ সামান্য কিন্তু ট্রাফিক নিয়ম (Traffic Rules) অমান্য করলেই ১০ টাকা জরিমানা দিতে হবে। শুধু শহরের একটি মাত্র অংশে নয়, সমস্ত অংশেই ১০ টাকা করে জরিমানা করা হবে। এই নিয়ম কিন্তু বেশী কার্যকরি হয় পথচারীদের জন্য। এদের ট্রাফিক নিয়ম নিয়ে সচেতন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এখন থেকে পথচারীদের রাস্তা পার হওয়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে এমনকি নিয়ম ভাঙ্গার ক্ষেত্রে কোনো ছাড় পাবেন না পথচারীরা। নেওয়া হবে আইন মোতাবেক পদক্ষেপ। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তরফ থেকে এই প্রসঙ্গে ট্রাফিক গার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন ট্রাফিক আইন (Traffic Rules) মেনে চলা, সিগন্যাল সবুজ থাকলে যাতে কেউ রাস্তা পারাপার না করে এই ধরনের বিষয় মানুষকে সচেতন করতে প্রচার চালানো যেতে পারে।

আরও পড়ুন 👉 Digilocker: চালান, ট্রাফিক ফাইন নিয়ে চিন্তা নেই! ফ্রি এসব অ্যাপ ফোনে রাখলেই করবে কামাল

আপনারা কি জানেন পুলিশের পথ নিরাপত্তা সপ্তাহ চালু হয়েছে ২১ জানুয়ারি থেকে। ঠিক এই সময় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, শহরের যেসব বড় বড় ক্রসিংগুলি আছে তাতে কড়া নজরদারি চালানো হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো গড়িয়াহাট, শিয়ালদা, রাসবিহারী, হাজরা, উল্টোডাঙা। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে যে, ২০২২-২৩ সালে পথ দুর্ঘটনায় যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে পথচারী মানুষ সংখ্যায় বেশি। যদি কেউ রাস্তার নিয়ম (Traffic Rules) ভাঙে সেক্ষেত্রে জরিমানা করা হবে। জরিমানার পরিমাণ বর্তমানে দশ টাকা ধার্য করা হয়েছে।

পুলিশের এই উদ্যোগ আদৌ কি ফলপ্রসু হবে? শুধুমাত্র পথচারীদের সচেতন করার জন্যই কিন্তু পুলিশের এই উদ্যোগ। বহু মানুষ কানে ফোন নিয়ে রাস্তা পারাপার করে, সিগন্যাল না মেনে কিংবা আইন ভঙ্গ করে বিপাকে পড়ছেন। এই কারণে পার্ক স্ট্রিট থেকে শুরু করে শহরের একাধিক অংশে সচেতনতা পোস্টার লাগানো হয়েছে মানুষের সুবিধার্থে। এছাড়াও মানুষকে সচেতন করতে সোশ্যাল মিডিয়া, পোস্টার, অডিও ভিজ্যুয়ালের সাহায্য নেওয়া হয়েছে। যদি জরিমানা ধার্য করা হয় তাহলে পথচারীরা এই বিষয়ে সচেতন হবেন।