Benefits of Good CIBIL Score: সিবিল স্কোর ভালো থাকলেই মালামাল, পাওয়া যায় এই ৫ সুবিধা

Prosun Kanti Das

Published on:

Advertisements

If the CIBIL score is good, you can get 5 benefits: ডিজিটাল ব্যাংকিং এর যুগে ব্যাংক ছাড়াই আমরা বিভিন্নভাবে আর্থিক লেনদেন করে থাকি। কিন্তু ব্যাংক আমাদের এই লেনদেনের উপর সম্পূর্ণ নজর রাখছে তাদের কাছে আমাদের সমস্ত লেনদেনের যাবতীয় তথ্য নথিভুক্ত রয়েছে। কোন গ্রাহকের আর্থিক লেনদেনের উপর ভিত্তি করে ব্যাংকের তরফ থেকে সিবিল স্কোর দেওয়া হয়। সিভিল স্কোর ৭৫০ বা তার বেশি হলে বেশ কিছু সুবিধা (Benefits of Good CIBIL Score) পাওয়া যায়। সেই গ্রাহককে বিশেষ গ্রাহক হিসেবে মান্যতা দেওয়া হয়।

Advertisements

1. লোন নেবার ক্ষেত্রে সুবিধা হয়। কোন গ্রাহকের সিবিল স্কোর যদি ৭৫০ বা তার বেশি হয় (Benefits of Good CIBIL Score) তাহলে সেই গ্রাহকের লোন এর প্রয়োজন হলে তা খুব সহজেই অ্যাপ্রুভ করে দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে। এছাড়া ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও গ্রাহক অনেক সহজেই তা হাতে পেয়ে যেতে পারেন।

Advertisements

2. লোন পরিষোধের ক্ষেত্রে সুদের হার কম থাকে। সিবিল স্কোর ভালো থাকলে লোন পরিশোধের সময় সুদের হার কমানোর আবেদন করতে পারেন সেই গ্রাহক। আবার অনেক সময় ব্যাংক কর্তৃপক্ষ নিজে থেকেই সুদের হার অনেকটা কমিয়ে দেন সেই গ্রাহকের জন্য।

Advertisements

3. ক্রেডিট কার্ডের নির্দিষ্ট অর্থের পরিমাণ বেড়ে যেতে পারে। গ্রাহক ক্রেডিট কার্ডের জন্য এপ্লাই করলে তার সিভিল স্কোরের প্রভাব সরাসরি তার ক্রেডিট কার্ডের উপর পড়তে পারে। সিবিল স্কোর (Benefits of Good CIBIL Score) ভালো থাকলে, ব্যাংকের তরফ থেকে অনেক সময় ক্রেডিট কার্ডের নির্দিষ্ট অর্থসীমার বেশি টাকা অফার করা হয় গ্রাহককে।

আরও পড়ুন ? New Rule for Loan: কমবে বাড়তি খরচ, লোনের ইএমআই দেওয়া নিয়ে নতুন নিয়ম করল RBI

4. বীমার প্রিমিয়াম দেবার ক্ষেত্রেও সিবিল স্কোর প্রভাব ফেলতে পারে। বর্তমানে কোন গ্রাহকের সিবিল স্কোর এর উপর নির্ভর করে তার বিমার প্রিমিয়াম কত টাকা হবে। কোন গ্রাহকের সিবিল স্কোর যদি ৭৫০ বা তার বেশি হয়, তাহলে তুলনামূলক অনেক কম টাকা প্রিমিয়াম দিয়ে বীমা করার সুযোগ দেওয়া হয় সেই গ্রাহককে।

5. প্রিমিয়াম কার্ড পেতে পারেন। কোন গ্রাহকের সিবিল স্কোর (Benefits of Good CIBIL Score) ৭৫০ বা তার বেশি হলে, ব্যাংকের তরফ থেকে সেই গ্রাহককে প্রিমিয়াম কার্ড অফার করা হয়ে থাকে। এই কার্ডের সাহায্যে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেতে পারেন সেই গ্রাহক। কম সিবিল স্কোর যুক্ত গ্রাহকদের জন্য এই পরিষেবা উপলব্ধ নেই।

Advertisements