If you are withdrawing money from ATM more than 5 times in a month, be careful: পূর্বে ব্যাঙ্কে টাকা লেনদেন করতে গেলে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে তা করতে হতো। তবে বর্তমানে সেই টাকা তোলার পদ্ধতি সহজ হয়ে গিয়েছে। দেশের কম-বেশি সরকারি বেসরকারি সব ব্যাঙ্কেরই রয়েছে ATM মেশিন। ATM মেশিনের সাহায্যে মানুষ সহজেই টাকা তুলতে পারেন (ATM Cash Withdrawal)। যার ফলে আর টাকা তোলার জন্য ব্যাঙ্কে যাওয়ার দরকার পড়ে না গ্রাহকদের।
বিনামূল্যে টাকা তোলা ফেলা করা যায় প্রত্যেক ব্যাঙ্কেরই ATM মেশিন (ATM Cash Withdrawal) থেকে। তবে সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে। প্রত্যেক ব্যাঙ্কেরই এটিএম মেশিনে টাকা লেনদেন করার একটি লিমিট রয়েছে। যে লিমিট পার করলেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হয়। তার সাথে ট্যাক্সও যুক্ত থাকে। তবে সব ব্যাঙ্কের লেনদেনের লিমিট সংখ্যা সমান নয়। অ্যাকাউন্টের ধরনের উপর এই বিনামূল্যে লেনদেনের সংখ্যা নির্ভর করে। তাই চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত লেনদেনের ক্ষেত্রে কোন ব্যাঙ্কের ATM মেশিন থেকে কত টাকা চার্জ করা হয়।
আইসিআইসিআই এবং অ্যাক্সিস উভয় ব্যাঙ্কই তার গ্রাহকদের এটিএম মেশিন থেকে প্রতিমাসে বিনামূল্যে ৫ বার লেনদেন করার অনুমতি দেয়। এই ৫ বার লেনদেনের ক্ষেত্রে তারা কোনো চার্জ কাটে না। তবে মাসে ৫ বারের বেশি যদি লেনদেন করা হয় সেক্ষেত্রে ২০ টাকা চার্জ কাটে। অন্য ব্যাঙ্কের এটিএম থেকেও লেনদেন করা হলে ২০ টাকা চার্জ কাটে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এইচডিএফসি ব্যাঙ্ক তার গ্রাহকদের এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের সংখ্যা প্রতি মাসে ১০ বার স্থির করেছে। এই লিমিট পার করলেই প্রতি লেনদেন পিছু ২১ টাকা করে চার্জ করা হয়ে থাকে। তার সাথে ট্যাক্সও চার্জ করা হয়ে থাকে। অন্য ব্যাঙ্কের এটিএম থেকেও লেনদেন (ATM Cash Withdrawal) করা হলে ২১ টাকা চার্জ করা হয়ে থাকে, তার সাথে যুক্ত থাকে ট্যাক্সও।
এসবিআই ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম মেশিনেও এই লেনদেনের লিমিট সংখ্যা রয়েছে। উভয় ব্যাঙ্ক তার গ্রাহকদের এটিএম থেকে ৫ বার বিনামূল্যে লেনদেন করার সুবিধা দিয়ে থাকে। তবে ৫ বারের বেশি লেনদেন করলেই প্রতি লেনদেনে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ২০ টাকা করে চার্জ কাটা হয়। তার সাথে জিএসটি চার্য যুক্ত হয়। অন্য ব্যাঙ্কের এটিএম থেকেও লেনদেন করলে ২০ টাকা ও জিএসটি চার্জ ধার্য করা হয়ে থাকে।