হুটহাট করে বেড়াতে যান দীঘা! এবার সতর্ক থাকতে হবে এই বিষয়ে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে যে সকল পর্যটন কেন্দ্রের নাম রয়েছে তার মধ্যে অন্যতম হলো দীঘা (Digha)। শীত গ্রীষ্ম বর্ষা, যেকোনো মরশুমেই দূর দূরান্ত থেকে পর্যটকদের ভিড় জমাতে দেখা যায় বাংলার এই সমুদ্র সৈকতে। আকর্ষণীয় এই সমুদ্র সৈকতে আরও পর্যটক টানতে নতুন নতুন পদক্ষেপও নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে।

Advertisements

তবে প্রশাসন বারংবার নতুন নতুন পদক্ষেপ নিয়ে দিঘাকে আরও সুন্দর করে তোলার প্রচেষ্টা চালানো হলেও এবার দীঘা ঘুরতে গেলে পর্যটকদের একটি বিষয়ে সতর্ক থাকতে হবে। যে বিষয়টি রীতিমত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও পুলিশি তৎপরতাই সম্প্রতি এই জায়গায় লাগাম টানা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই এমন কর্মকান্ড ঘটানো যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কোন জায়গায় সতর্ক থাকতে হবে?

Advertisements

সম্প্রতি পুলিশের জালে আসা ওই যুবক সম্পর্কে জানা গিয়েছে, ওই যুবকটি পুলিশের পোশাক পরে পুলিশ সেজে সি বিচের ধারে ঘুরতে আসা পর্যটকদের সর্বস্ব লুঠের পাশাপাশি মহিলাদেরও সর্বনাশ করেছেন। গত কয়েকদিন ধরেই ওই যুবক এইভাবে পুলিশ সেজে এমন সব প্রতারণার কাজ চালাচ্ছিল বলে জানা গিয়েছে। ওই ভুয়ো পুলিশের জন্য দিঘার পর্যটকদের কাছে পুলিশের দুর্নাম হচ্ছিল। শেষমেষ ফিল্মি কায়দায় ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisements

মাস কয়েক ধরে ওই যুবক এইভাবে পুলিশের রুপ ধারণ করে দীঘার গভীর জঙ্গলে এমন সব কর্মকাণ্ড চালাচ্ছিল বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। অবশেষে সোমবার রাতে ওই যুবককে বৃহন্নলাদের টোপ দিয়ে জঙ্গল থেকে গ্রেফতার করে। দিঘা থানা পুলিশের সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম পুলক দাস। ২৮ বছর বয়সী ওই যুবকের বাড়ি কাঁথি থানার অন্তর্গত পাইলছমপুর গ্রামে।

জানা গিয়েছে, ধৃত ওই যুবক পুলিশ সেজে রাত ১০টার পর সি বিচে এমন কর্মকাণ্ড ঘটাতেন। বারংবার এই ধরনের ঘটনা সামনে আসার পর নড়েচড়ে বসে পুলিশ এবং শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে দীঘায় গেলে এইরকম ঘটনার শিকার যাতে আর কেউ না হন তার জন্য সব সময় সতর্ক থাকতে হবে। এমন ধরনের কোন ঘটনা ফের যদি সামনে আসে তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানাতে হবে।

Advertisements