If you go to Goa, you can no longer wear revealing clothes: নতুন বছরে অনেকেই বেড়াতে যাওয়া নানা রকম পরিকল্পনা শুরু করে ফেলেছেন। বেড়াতে যাওয়ার পছন্দের জায়গায় হিসেবে অনেকেই বেছে নেন গোয়াকে। গোয়ার সমুদ্র সৈকতে গা ভাসিয়ে আনন্দ উপভোগ তো নতুন বছরেও করতে পারবেন, তবে এবার গোয়াতে পর্যটকদের জন্য জারি করা হচ্ছে নতুন পোশাক বিধি। সেই রাজ্যে নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে গোয়াতে (Goa) আসা পর্যন্ত পর্যটকরা পোশাক হিসেবে আর ব্যবহার করতে পারবেন না শর্ট স্কার্ট, স্লিভলেস টপ, টি শার্ট এমনকি জিন্সও। জানানো হয়েছে এই রাজ্যের অধিকাংশ মন্দিরে প্রবেশ করতে গেলেই পর্যটকদের এই নিয়ম মানতেই হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে কড়া ব্যবস্থা।
গোয়া (Goa) রাজ্যের অন্তর্ভুক্ত সমস্ত মন্দিরের পরিবেশে পবিত্রতা বজায় রাখার জন্যই নেওয়া হয়েছে নতুন এই সিদ্ধান্ত। মন্দির কমিটি গুলির তরফ থেকে গ্রহণ করা নতুন সিদ্ধান্ত অনুসারে জানানো হয়েছে ছোট এবং অনাবৃত ধরনের কোন পোশাক পড়ে মন্দিরে প্রবেশ করার আগে পর্যটকদের পেট থেকে পা ঢাকার জন্য উপর্ন এবং লুঙ্গি জাতীয় কোনো পোশাক দেওয়া হবে। সেই বড় পোশাক গুলি দিয়ে তাদের শরীরের বিভিন্ন অংশ ঢেকে তবেই প্রবেশ করতে হবে মন্দিরে। অন্যথায় সেই পর্যটকদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।
তবে মন্দির কমিটির তরফ থেকেও জানানো হয়েছে এই পোশাক বিধি ১০ বছরের নিচের শিশুদের জন্য গ্রাহ্য হবে না। এ প্রসঙ্গে রামনাথ দেবস্থানের সভাপতি বল্লভ কুঙ্গলিয়েঙ্কার জানিয়েছেন মন্দির দর্শন করতে এলে কাউকে আটকানো হবে না একথা সত্য, তবে অশালীন পোশাক পড়ে কেউ মন্দিরে প্রবেশ করতে চাইলে সেই পোশাক পড়ে তাদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। সে ক্ষেত্রে তাদের উন্মুক্ত থাকা অঙ্গ যে কোনো পদ্ধতিতে আবৃত করে তবে মন্দিরের ভিতরে ঢুকতে হবে। এক্ষেত্রে লুঙ্গি এবং উর্পণ ব্যবহার করতে হবে অশালীন পোশাক পড়ে আসা প্রত্যেক পর্যটককে।
আরও পড়ুন ? পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের নিয়মে বদল! এই ধরনের পোশাক পরলেই মিলবে ঘাড় ধাক্কা!
পন্ডার শ্রীরামনাথ দেবস্থানের সভাপতি বল্লভ কুঙ্গলিয়েঙ্কার এ প্রসঙ্গে আরো জানিয়েছেন নতুন বছরের একেবারে শুরু থেকে অর্থাৎ ১ জানুয়ারি ২০২৪ থেকে নতুন এই পোশাক বিধি কার্যকর করে দেওয়া হবে। ইতিমধ্যেই মন্দিরে এই প্রসঙ্গে বিশেষ নোটিশ জারি করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন অনেক সময় পর্যটকরা যে পোশাক পড়ে মন্দির দর্শন করতে আসেন মন্দিরে প্রবেশ করার জন্য সে পোশাক একেবারেই যোগ্য নয়। এই কথাগুলি পর্যটকদের বোঝানোর জন্যই নতুন নিয়ম জারি করে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মন্দির কমিটির জেনারেল বডি মিটিং এর মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করার পর মন্দির কর্তৃপক্ষ আশা করছে এর ফলে গোয়াতে (Goa) বেড়াতে আসা পর্যটকদের মধ্যে পোশাক বিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি পাবে।
তবে কেবলমাত্র গোয়াতে এমন পোশাক বৃদ্ধি চালু হতে চলেছে তা নয়। এর আগে দক্ষিণের আরও বিভিন্ন মন্দিরের ক্ষেত্রেও এমন পোশাক বিধি চালু হয়েছে। দক্ষিণের বিভিন্ন মন্দির ছাড়াও দেশের অন্যান্য বেশ কিছু বিখ্যাত মন্দিরের ক্ষেত্রেও এমন বিধি নিষেক চালু করা হয়েছে। এমনকি উড়িষ্যার পুরীর জগন্নাথ দেব মন্দিরেও এমন পোশাক বৃদ্ধি চালু হতে চলেছে নতুন বছর থেকেই।