Get 10 lakhs for just 35 paisa, apply online: গত ২রা জুন করমন্ডল এক্সপ্রেস (Coromandel Express) এর সাথে একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে এক রোমহর্ষক দুর্ঘটনার সাক্ষী হল গোটা দুনিয়া। ১ বা ২ জন নয়, প্রায় ৩০০ জন মানুষ তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর পরিবর্তে মৃত্যুর পথে পা বাড়িয়েছেন। এছাড়া প্রায় ৯০০ জন মানুষ বীভৎসভাবে আহত হয়েছেন। বহু মানুষই আচমকাই হারিয়ে ফেলেছেন তাদের প্রিয় মানুষগুলিকে। এই দুর্ঘটনার কবলে পড়ে বহু পরিবার ধূলিসাৎ হতে বসেছে। তার কারণ অনেক মানুষই ভ্রমণ বীমা (Travel Insurance) সম্পর্কে অজ্ঞাত।
যদিও এই ভয়াবহ দুর্ঘটনার ফলে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আহত ও নিহতদের পরিবারের প্রতি। তবে রেলওয়েতেই রয়েছে ভ্রমণ বীমার (Travel Insurance) সুবিধা। যদি কোন ব্যক্তি এই বীমার আওতাভুক্ত থাকেন, তবে ট্রেন দুর্ঘটনার কবলে পড়লে সেই ব্যক্তির পরিবার পাবে আর্থিক সহায়তা। কিন্তু এই বীমার খরচ শুনলে চোখ কপালে উঠবে আপনারাও। মাত্র ৩৫ পয়সা খরচ করলেই আপনি পেয়ে যাবেন, ৫ থেকে ৭ লক্ষ টাকার বিমার সুবিধা।
কোন যাত্রী যখন অনলাইনে ট্রেনের টিকিট বুক করতে যাবেন, তখনই এই বীমার অপশনটি দেখানো হবে। সেখান থেকেই কেউ চাইলে সরাসরি বীমার জন্য আবেদন করতে পারেন মাত্র ৩৫ পয়সা দিয়ে। কোনো যাত্রী যদি ভ্রমণ বিমান (Travel Insurance) আওতাভুক্ত থাকেন, তবে সেই যাত্রী ট্রেন দুর্ঘটনায় আহত হলে ৭ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন। যদি কোন যাত্রী দুর্ঘটনায় প্রচন্ডভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি থাকেন, তবে সে ক্ষেত্রে তার চিকিৎসা পাবো দেওয়া হবে ২ লক্ষ টাকা। যদি কোন যাত্রীর ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়, তবে তার নমিনি ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে।
যে সমস্ত যাত্রীরা প্লাটফর্মে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন তাদের জন্য এই বীমা প্রযোজ্য নয়। কিন্তু যে সমস্ত যাত্রীরা অনলাইনে টিকিট বুকিং করছেন বা RAC যাত্রী তারাই একমাত্র এই বীমা জন্য আবেদন করতে পারবেন। এই বীমা করার সময় যাত্রীকে অবশ্যই তার নাম নমিনি অন্তর্ভুক্ত করতে হবে। যাত্রীর মৃত্যুর পর চার মাসের মধ্যে মৃত্যুর সকল প্রমাণসহ বীমা অফিসে যোগাযোগ করতে হবে।
যদি করমন্ডল এক্সপ্রেস এ টিকিট বুক করার সময় কোন যাত্রী ৩৫ পয়সা দিয়ে এই বীমার জন্য আবেদন করে থাকেন, তবে তার মৃত্যুর পর ১০ লক্ষ টাকা পাবেন। তবে এই টাকা সরাসরি রেল কর্তৃপক্ষ থেকে পাওয়া যায় না। যে সমস্ত সংস্থা এই বীমা করিয়ে থাকেন তাদের পক্ষ থেকেই এই টাকাটি পাওয়া যায়।