IPL 2024 New Rules: IPL-এ নতুন নিয়ম, এবার আর অযথা হবে না সময় নষ্ট

Prosun Kanti Das

Published on:

Advertisements

In IPL 2024, BCCI has brought New Rules to prevent unnecessary time wastage on the playing field: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল হল ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই দ্বারা আয়োজিত একটি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। যা টাটা আইপিএল ২০২৪ নামেও পরিচিত। এটি আইপিএল এর ১৭ তম সংস্করণ হতে চলেছে। চলতি বছরে ২২ শে মার্চ ২০২৪ থেকে ২৬ শে মে ২০২৪ অব্দি এই খেলা অনুষ্ঠিত হবে। মোট ১০ টি দল এই খেলায় অংশগ্রহণ করতে চলেছে। অতিরিক্ত সময়ের অপচয় আটকাতে বিসিসিআই এবার আইপিএল খেলার নিয়মে (IPL 2024 New Rules) বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে।

Advertisements

আইপিএল ২০২৪ শে অংশগ্রহণকারী দশটি দল হল কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানস, মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট টাইটানস কে হারিয়ে আইপিএল ২০২৩ এর বিজেতা হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এখন সবার নজর আইপিএল ২০২৪ সালের দিকে।

Advertisements

এ বছর আইপিএলের নিয়মে নতুন একটি নিয়ম (IPL 2024 New Rules) বা পদ্ধতি যুক্ত হয়েছে। এর আগে খেলার ডিআরএস পদ্ধতি সম্পর্কে আমরা সবাই অবগত রয়েছি। এই বছর আইপিএল খেলায় যুক্ত হবে স্মার্ট রিপ্লে সিস্টেম বা এসআরএস পদ্ধতি। এর আগে এই পদ্ধতিটি ইংল্যান্ডের দ্যা হান্ড্রেড প্রতিযোগিতায় ব্যবহার করা হয়েছিল এবং বেশ সুফল পাওয়া গেছে। তাই ২০২৪ আইপিএলে এই নিয়মটি (IPL 2024 New Rules) কে যুক্ত করা হয়েছে বিসিসিআই কর্তৃপক্ষের তরফ থেকে।

Advertisements

আরও পড়ুন ? IPL New Rule: রানের পাহাড়ের দিন শেষ! আইপিএল-এর এই নতুন নিয়মে মাথায় হাত ব্যাটারদের

আইপিএলে যুক্ত হওয়া এই নতুন নিয়ম (IPL 2024 New Rules) বা এসআরএস পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আগে থার্ড আম্পায়ার ও হক আই বিশেষজ্ঞদের মাঝে সম্প্রচার কারী সংস্থার এক ব্যক্তি থাকতো। এখন তেমন কেউ আর থাকবে না থার্ড আম্পায়ার ও হক আই বিশেষজ্ঞরা একই ঘরে বসে একসাথে সিদ্ধান্ত নেবেন। এর ফলে দুটো আলাদা ভিডিও দেখতে পারবে থার্ড আম্পায়ার। সরাসরি হক আই বিশেষজ্ঞদের সাথে কথাও বলতে পারবে। ফলে স্ট্যাম্প আউট, ক্যাচ আউট, রান আউট বাউন্ডারিতে ৪ ইত্যাদি বড় বড় সিদ্ধান্ত নিতে সুবিধা হবে সময়ও কম নষ্ট হবে।

এর আগে ডিআরএস পদ্ধতিতে হক আই বিশেষজ্ঞ ও থার্ড আম্পায়ার আলাদা ঘরে বসে আলাদাভাবে সিদ্ধান্ত নিতেন এতে সময় লাগতো অনেক বেশি। নতুন এই এসআরএস পদ্ধতি খেলার গতি বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। দর্শকদের কাছে ম্যাচটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে ২০২৪ আইপিএল এর পরিবর্তিত নিয়মের (IPL 2024 New Rules) কারণে।

Advertisements