আফগানদের হার, চওড়া হাসি বাবরদের, এই অঙ্কে হতে ভারত পাক সেমি ফাইনাল

নিজস্ব প্রতিবেদন : আফগানিস্তানের জেতা ম্যাচ একেবারে বাড়া ভাতের মত কেড়ে নিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েলের দুর্দান্ত ইনিংসের দৌলতে অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিরুদ্ধে মঙ্গলবার জয়লাভ করে। ক্রিকেট বিশ্বকাপে (Cricket World Cup 2023) এই বছর আফগানিস্তান অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল অবিশ্বাস্য। অস্ট্রেলিয়া এই ম্যাচে জয়লাভ করার পর তারা সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে এই ম্যাচে আফগানিস্তান হারার ফলে চওড়া হাসি ফুটেছে বাবরদের মুখে।

আফগানিস্তানের হারার ফলে বাবরদের মুখে চওড়া হাসি মূলত তাদের এখনো সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে থাকার ফলে। কেননা পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ড চার নম্বরে থাকলেও এখনো কিছু অংকে পাকিস্তানও পৌঁছে যেতে পারে সেমিফাইনালে। আর পাকিস্তান সেই অংকে সেমিফাইনালে উঠলেই এবার বিশ্বকাপে ফের একবার তারা ভারতের মুখোমুখি হবে। ভারত পাকিস্তানকে ফের একবার ইডেনে দেখা যাবে ফাইনালে ওঠার লড়াইয়ে।

পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে এই মুহূর্তে পাকিস্তান ৮ ম্যাচ খেলে চারটি ম্যাচ জিতলে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এদিকে নিউজিল্যান্ডও ৮টি ম্যাচ খেলে চারটি ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। কেবলমাত্র রান রেট বেশি থাকার কারণে নিউজিল্যান্ড এখন চতুর্থ স্থানে। নিউজিল্যান্ডের রান রেট +০.৩৯৮ আর পাকিস্তানের রান রেট +০.০৩৬। নিউজিল্যান্ড এবং পাকিস্তান দুটি দলেরই এই মুহূর্তে ৮ পয়েন্ট থাকার ফলে সেমিফাইনালের লড়াই এখন জমে উঠেছে। চতুর্থ দল হিসাবে কারা সেমিফাইনালে উঠবে তা নিয়েই শুরু হয়েছে অংক। কেননা আফগানিস্তানেরও ৮ পয়েন্ট রয়েছে আট ম্যাচ খেলে, তবে তাদের রান রেট -০.৩৩৮।

এক্ষেত্রে পাকিস্তানকে যদি চতুর্থ দেশ হিসাবে সেমিফাইনালে উঠতে হয় তাহলে তাদের শেষ ম্যাচ ইংল্যান্ডকে হারাতেই হবে। শুধু হারালেই হবে না, তার সঙ্গে বড় রানের ব্যবধানে হারাতে হবে। এরপর পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দেশের খেলার দিকে। সেক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে দক্ষিণ আফ্রিকার খেলায় যদি আফগানিস্তান হারে তাহলে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার পথ আরও প্রশস্ত হবে।

এদিকে আবার নিউজিল্যান্ডের শেষ ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেখানে যদি নিউজিল্যান্ড জয়লাভ করেও, তাহলে তাদের কম রানের ব্যবধানে জয়লাভ করতে হবে। আর যদি শ্রীলঙ্কার কাছে নিউজিল্যান্ড হেরে যায় এবং পাকিস্তান শেষ ম্যাচে জয়লাভ করে তাহলে তাদের সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাকা। তবে বর্তমানে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তাতে যে দলই চতুর্থ দেশ হিসাবে সেমিফাইনালে উঠুক না কেন তাদের কাছে রান রেট বড় ভূমিকা হয়ে দাঁড়াতে পারে।