Voter Card ভেরিফিকেশনের সময়সীমা ফের বাড়ালো জাতীয় নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন : ভোটার কার্ড ভেরিফিকেশনের সময়সীমা ফের বাড়ানো হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। সূত্রের খবর, কর্মসূচি শেষে ১০ সংখ্যার নতুন রঙিন ভোটার আইডি কার্ড প্রদানও করা হতে পারে। ভোটার কার্ড ভেরিফিকেশনের সময়সীমা বাড়ানোর নোটিফিকেশন আবারও জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি ও ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সেপ্টেম্বর মাসে ভোটার আইডি কার্ডের তথ্য ১০০% সঠিক করার উদ্দেশ্যে জাতীয় নির্বাচন কমিশন এই কর্মসূচি শুরু করে। সেপ্টেম্বর মাসে শুরু হওয়া ওই কর্মসূচির শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয় ১৫ই অক্টোবর পর্যন্ত। পরে তা বাড়িয়ে করা হয় ১৮ই নভেম্বর পর্যন্ত।

উৎসবের মরসুম, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির পর জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত। ভোটার আইডি কার্ড ভেরিফিকেশনের এই কাজ সম্পূর্ণভাবে অনলাইন অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে চলছে।

প্রথম দফায় বিভিন্ন মহল অভিযোগ তোলে, দুটি ক্ষেত্রেই বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল গ্রাহকদের। সেই সমস্যাগুলির মধ্যে বেশির ভাগ মানুষকে ভুগতে হয়েছে ওটিপি আসা নিয়ে। পরে এই সমস্যার সমাধান করা হয়। বর্তমানে বর্ধিত সময়সীমার মধ্যে সমস্ত গ্রাহকের সংশোধন করে নিতে হবে তাদের ভোটার আইডি কার্ড। আগামী ২০২০ সালের ৭ই ফেব্রুয়ারি সংশোধনী তালিকা প্রকাশ করা হবে।