বাজপাখির মত শরীর ছুঁড়ে ক্যাচ অর্চনার, মেয়েদের হাত ধরে এলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় মহিলা ক্রিকেট দলের সিনিয়ররা যা করে দেখাতে পারেননি সেটাই করে দেখালেন জুনিয়াররা। জুনিয়রদের হাত ধরে প্রথম আইসিসি (ICC) অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ (U19 Women’s T20 World Cup) এলো ভারতের ঝুলিতে। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের মহিলারা এই প্রথম বিশ্বকাপ ফাইনাল জিতে নিল।

অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় মহিলারা কেবলমাত্র ব্যাটিং, বোলিং নয়, এর পাশাপাশি ফিল্ডিংয়ের ক্ষেত্রেও অনবদ্য নজির দেখিয়েছেন। বিশেষ করে অর্চনা দেবীর বাজপাখির মতো শরীর ছুঁড়ে ক্যাচ অন্যতম পাওনা। এছাড়াও তিনি বোলিংয়ের ক্ষেত্রেও নজির তৈরি করেন।

প্রথম অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল টসে জিতে ইংল্যান্ড কে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় ১১.১ ওভারে পার্শবী চোপড়ার বলে ইনসাইড-আউট শট খেলার চেষ্টা করেন ম্যাকডোনাল্ড। তবে সেই শটে জোর ছিল না। বল কভার এলাকায় হাওয়ায় ভেসে গেলে দলবদ্ধভাবে শরীর ছুঁড়ে ক্যাচ তালুবন্দী করেন অর্চনা।

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার এই ম্যাচে ইংল্যান্ড ১৭.১ ওভারে মাত্র ৬৮ রান করে অলআউট হয়ে যায়। সেই রান তারা করতে নেমে অনূর্ধ্ব-১৯ ভারতীয় মহিলা দল খুব সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। ভারতীয় দল ১৪ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৬৯ রান তুলে নেয়। এই ম্যাচে অর্চনা দেবীর পারফরমেন্স এখন নজর কাড়ছে প্রতিটি মানুষকে।

অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা দলের এমন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি পুরস্কার ঘোষণা করে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাঁচ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন জয় শাহ।