India Bangladesh trains have been canceled one after another before Eid: ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় প্রধান ছুটি। এই বিশেষ দিনটি ১৫ই জুন শনিবার সূর্যাস্তের সময় শুরু হবে এবং ১৬ই জুন সারা বিশ্বের মুসলমানরা উদযাপন করবে। ভারতীয় রেলওয়ে বাংলাদেশে ঈদ উৎসব উদযাপনের জন্য নিউ জলপাইগুড়ি এবং ঢাকার মধ্যে চলাচলকারী মিতালি এক্সপ্রেসকে (Maitree Bandhan Express) সাময়িকভাবে বাতিল বলে ঘোষণা করেছে। বাংলাদেশ রেলওয়ের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) গ্রীষ্মের মাসগুলিতে দুই দেশের মধ্যে বর্ধিত যাত্রী সামাল দেওয়ার জন্য দুই জোড়া বিশেষ ট্রেনের পরিষেবা বাড়িয়েছিল।
তবে এমতাবস্থায়, মিতালি এক্সপ্রেস (India Bangladesh Trains), ট্রেন নম্বর ১৩১৩২/১৩১৩১, কয়েকটি নির্দিষ্ট তারিখের জন্য স্থগিত করা হবে। ট্রেন নম্বর ১৩১৩২ (নতুন জলপাইগুড়ি-ঢাকা) ১২ই জুন, ১৬ই জুন এবং ১৯শে জুন, ২০২৪ এ চলবে না এবং অপরদিকে ট্রেন নম্বর ১৩১৩১ (ঢাকা-নিউ জলপাইগুড়ি) ১৩ই জুন, ১৭ই জুন এবং ২০শে জুন, ২০২৪ তারিখে বাতিল করা হবে। তবে মিতালি এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা বাংলাদেশে ঈদ উদযাপন শেষ হওয়ার পরেই আবার চালু হবে বলে আশা করা হচ্ছে।
বর্ধিত যাত্রীর চাহিদার কারনেই, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) এই দুটি বিশেষ গ্রীষ্মকালীন ট্রেনের সময়সীমা বাড়িয়েছিল। মাইসুরু-মুজাফফরপুর পরিষেবা, ট্রেন নম্বর ০৬২২১, ১৭ই জুন থেকে ২৪শে জুন, ২০২৪ পর্যন্ত প্রতি সোমবার চলবে। তদনুসারে, মুজাফফরপুর থেকে মাইসুর পর্যন্ত ফিরতি পরিষেবা, ট্রেন নম্বর ০৬২২২, ২০শে জুন থেকে ২৭শে জুন, ২০২৪ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার চলবে।
উপরন্তু, রানী কমলাপতি আগরতলা সাপ্তাহিক এক্সপ্রেস স্পেশাল, ট্রেন নম্বর ০১৬৬৫, ২৭শে জুন থেকে ২৬শে ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার চলবে৷ অপরপক্ষে আগরতলা থেকে রানি কমলাপতি পর্যন্ত রিটার্ন সার্ভিস, ট্রেন নম্বর ০১৬৬৬, ৩০শে জুন থেকে ২৯শে ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত প্রতি রবিবার চলবে৷
এই এক্সটেনশনগুলির লক্ষ্য হল এই রুটে অপেক্ষারত তালিকাভুক্ত যাত্রীদের ভ্রমনের ব্যবস্থা সুনিশিত করা। রেল যাত্রার (India Bangladesh Trains) এই সমস্ত পরিবর্তন হওয়ার কারণে ভারতীয় রেলের তরফ থেকে যাত্রীদের তাদের ভ্রমণের পরিকল্পনা করার আগে IRCTC ওয়েবসাইট এবং NFR-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এই ট্রেনগুলির বিস্তারিত সময়সূচী এবং স্টপেজগুলি পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।