নিজস্ব প্রতিবেদন : চিনা অ্যাপ নিয়ে ভারতের ডিজিটাল স্ট্রাইক অব্যাহত। ভারত সরকারের তরফ থেকে জুন মাসে ২৯ তারিখ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার পর ফের নতুন করে আরও ৫টি চিনা অ্যাপ নিষিদ্ধ হল ভারতে। কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সকল অ্যাপ আর ভারতে ব্যবহার করা যাবে না। এই সকল অ্যাপগুলির মাধ্যমে ভারতীয়দের তথ্য চুরি হতে পারে এই সন্দেহে বাতিল করা হয়েছে অ্যাপগুলি। আর তথ্য চুরি হলে দেশের সুরক্ষা বিপদের মুখে যেতে পারে।
জুন মাসের ১৫ তারিখ পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্তে দুই দেশের সেনা সংঘাতে শহীদ হন ভারতের ২০ জন বীর সেনা। এর পরেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। ভারত চীনকে হাতের পরিবর্তে ভাতে মারার সুদীর্ঘ পরিকল্পনা নেই। ভারত সরকারের তরফ থেকে একের পর এক চিনা সংস্থাদের সাথে বিভিন্ন ক্ষেত্রে কোটি কোটি টাকার চুক্তি বাতিল করে। এরপর ২৯ তারিখ রাতে ভারত সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় চীনের ৫৯টি অ্যাপ ভারতে নিষিদ্ধ করার। এই ৫৯টি অ্যাপের মধ্যে ছিল জনপ্রিয় টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, হ্যালো ইত্যাদি অ্যাপ। আর এসবের পর এবার ভারত সরকারের তরফ থেকে যে চারটি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সেগুলি হল Helo Lite, ShareIt Lite, Bigo Lite এবং VFY Lite।
ভারত সরকারের তরফ থেকে প্রথম দফায় ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হলেও দেখা গিয়েছিল এইসকল অ্যাপগুলি লাইট ভার্সন ভারতে উপলব্ধ রয়েছে। আর এবার সেই জায়গাতেই ভারতের শুরু হলো ডিজিটাল স্ট্রাইক। ভারত সরকারের তরফ থেকে যে ৫৯টি অ্যাপ বাতিল করা হয়েছিল সেই তালিকাতে ছিল Helo, ShareIt, Bigo এবং VFY অ্যাপগুলি। যার পর প্লে স্টোর ও অ্যাপেল স্টোর থেকে সেগুলি সরিয়ে নেওয়া হয়। তবে এদের লাইট ভার্সনগুলি থেকে যায়। যে কারণে এবার ভারত সরকারের তরফ থেকে আলাদা করে এই সকল লাইট ভার্সনগুলি নিষিদ্ধ করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।
পাশাপাশি এই সকল অ্যাপগুলিকে নিষিদ্ধ করার পাশাপাশি ভারত সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে এই সকল অ্যাপগুলির সংস্থাকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে যাতে করে সরকারী নির্দেশ অমান্য করে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অ্যাপগুলিকে ভারতে চালানোর চেষ্টা না করা হয়। আর এমনটা করার চেষ্টা চালানো হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।