India-China: আটকে রইল সেই এক জায়গাতেই, এবারও আয়ের নিরিখে দফায় দফায় চীনের কাছে হার মানল ভারত

Prosun Kanti Das

Published on:

Advertisements

India lost to China in terms of income this time too: বর্তমানে অর্থনীতি দিক থেকে ভারত অত্যন্ত শক্তিশালী একটি দেশে পরিণত হয়েছে এবং বিশ্বের মধ্যে নিজের গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। স্বাভাবিকভাবে আশা করা যায় আয়ের নিরিখেও অন্যান্য দেশের তুলনায় এগিয়ে থাকবে ভারত। কিন্তু সমস্ত পরিকল্পনাকে ধূলিসাৎ করে তালিকায় প্রথম নাম উঠে এসেছে চীনের (India-China)। বিশ্ব ব্যাংকের তরফ থেকে প্রতিবছর যে তালিকা পেশ করা হয় সেখানেই উঠে এসেছে চীনের নাম। ভারত থেকে গেছে, তালিকার তৃতীয় পর্যায়ে।

Advertisements

বিশ্ব ব্যাংক সাধারণত এই তালিকা পেশ করে থাকে বিভিন্ন দেশের নাগরিকদের গড় বার্ষিক আয়ের (Income) উপর ভিত্তি করে। এই তালিকার মাধ্যমে আপনি বিভিন্ন দেশের আর্থিক পরিস্থিতির সম্পর্কে আন্দাজ করতে পারবেন। উচ্চ আয়সম্পন্ন দেশ, উচ্চ-মধ্য আয়সম্পন্ন দেশ, নিম্ন-মধ্য আয়সম্পন্ন দেশ এবং নিম্ন আয়সম্পন্ন দেশ- এই চারটি ভাগে শ্রেণীবিন্যাস করে তালিকা প্রকাশ করা হয়। প্রতিবছর বিশ্ব ব্যাংক ১লা জুলাই এই তালিকা পেশ করে থাকে।

Advertisements

২০২৪-২৫ সালের যে তালিকা বিশ্ব ব্যাংক প্রকাশ করেছে তাতে ভারত কোনভাবেই টপকাতে পারেনি চীনকে। নিম্ন-মধ্য আয় সম্পন্ন দেশ হিসেবে ভারত রয়ে গেছে তৃতীয় পর্যায়ে (India-China)। দীর্ঘ ১৮ বছর ধরে ভারতের এই স্থানের কোন রকম পরিবর্তন ঘটেনি। কোন দেশকে নিম্ন আয়সম্পন্ন দেশ বলা হয়? গড়ে বার্ষিক ৯৫,৫৫০ টাকা বা তার কম অর্থাৎ ১১৪৫ ডলারের কম মাথাপিছু রোজগার হলে সেই দেশকে বলা হয় নিম্ন আয়সম্পন্ন দেশ।

Advertisements

আরও পড়ুন ? Indian Railway Budget: ৪০০০ টাকার টিকিট ২০০০ টাকায়! অপেক্ষায় রেল যাত্রীরা, আসতে পারে দুর্দান্ত খবর

এবার দেখে নেওয়া যাক তিনটি পর্যায়কে বিশ্ব ব্যাংকের তালিকা অনুযায়ী কি করে ভাগ করা হয়েছে? বার্ষিক ৯৫ হাজার টাকা থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে নিম্ন-মধ্য আয়সম্পন্ন দেশ, ৩ লক্ষ ৭০ হাজার টাকা থেকে ১১ লক্ষ ৭০ হাজার টাকার ক্ষেত্রে উচ্চ-মধ্য আয়সম্পন্ন দেশ, নূন্যতম ১২ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে উচ্চআয়সম্পন্ন দেশ বলা হয়ে থাকে। আগে অবশ্য ভারতের স্থান ছিল নিম্নআয়ের দেশের ক্যাটাগরিতে। কিন্তু সেই চিত্রের পরিবর্তন হয়েছে ২০০৬ সাল থেকে। অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা অগ্রসর হয়ে ভারত জায়গা করে নেয় নিম্ন-মধ্য আয়সম্পন্ন ক্যাটাগরিতে। এই তালিকায় ভারতের সাথেই নিম্ন-মধ্য আয়সম্পন্ন ক্যাটাগরিতে অবস্থান করছে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা। তবে চীনের উত্থান (India-China) পিছনে ফেলে দিয়েছে ভারতকে।

সবথেকে মজার বিষয় হল চীন প্রথম থেকেই এই স্থান লাভ করেনি বরং ভারতের মতোই নিম্নআয়ের দেশগুলোর মধ্যেই তার নাম ছিল। কিন্তু গত কয়েক বছরে চীনের আর্থিক পরিস্থিতির অনেকটাই উন্নত হয়েছে এবং আয়ের দিক থেকে বর্তমানে চীন নিম্ন-মধ্য এবং তার পরেই উচ্চ-মধ্য আয়সম্পন্ন দেশ হিসাবে নিজেদের গড়ে তুলেছে। বিশ্ব ব্যাংকের এই তালিকায় উচ্চ আয়ের দেশ হিসেবে আমেরিকা বরাবরই তার স্থান উঁচুতে রেখেছে। তালিকায় যে শুধু আমেরিকা আছে তা নয় পাশাপাশি উচ্চআয় সম্পন্ন দেশগুলির তালিকায় নাম রয়েছে সৌদি আরব, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, স্পেন, ইটালি, পোল্যান্ড-সহ ইউরোপের অনেক দেশের।

Advertisements