Indian Passport Power: কমে গেল ভারতের পাসপোর্টের শক্তি, এখন বিনা ভিসায় ভ্রমণ করা যাবে এত সংখ্যক দেশ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিবছর প্রতিটি দেশের পাসপোর্টের শক্তি কতটা অর্থাৎ ওই দেশের পাসপোর্ট কত নম্বর তালিকায় রয়েছে তা প্রকাশ করা হয়ে থাকে বেসরকারি সংস্থা হেনলেন ইনডেক্সের (Henley index) তরফ থেকে। অন্যান্য বছরের মত এই বছরও ওই সংস্থার তরফ থেকে প্রতিটি দেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যেখানে দেখা যাচ্ছে ভারতীয় পাসপোর্টের র‍্যাঙ্কিং (Indian Passport Power) আগের তুলনায় কমে গিয়েছে।

Advertisements

হেনলেন ইনডেক্স এই তালিকা তৈরি করে থাকে মূলত ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে। ভারতের সঙ্গে যখন আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের সম্পর্ক আরও উন্নত থেকে উন্নততর হচ্ছে সেই সময় কিভাবে ভারতীয় পাসপোর্টের র‍্যাঙ্কিং নিচের দিকে নেমে গেল তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। তবে পাসপোর্টের শক্তি কমলেও এখন ভারতীয় নাগরিকরা ভিসা ছাড়াই আগের থেকে অনেক বেশি দেশে ভ্রমণ করতে পারবেন।

Advertisements

ওই বেসরকারি সংস্থার তরফ থেকে নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় দেখা যাচ্ছে, প্রথম স্থানে রয়েছে একসঙ্গে ৬টি দেশ। যে দেশগুলি হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন। এই সকল দেশের নাগরিকরা এবার ভিসা ছাড়াই ১৯৪টি দেশে পা রাখতে পারবেন। তাদের কাছে কেবলমাত্র নিজেদের দেশের পাসপোর্ট থাকলেই হবে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে একসঙ্গে ৪টি দেশ, যেগুলি হল ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সাউথ কোরিয়া, সুইডেন। এই সকল দেশের নাগরিকদের নিজেদের দেশের পাসপোর্ট থাকলেই ১৯৩টি দেশে ভিসা ছাড়াই পা রাখতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? Tatkal Passport: বড় ঘোষণা, পুলিশ ভেরিফিকেশন ছাড়াই মিলবে পাসপোর্ট, তাও আবার ৭ দিনে

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড সহ পাঁচটি দেশ। এই সকল দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ১৯২ টি দেশে যাতায়াত করতে পারবেন। চতুর্থ স্থানে রয়েছে তিনটি দেশ এবং ওই তিনটি দেশের নাগরিকরা ১৯১টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। পঞ্চম স্থানে রয়েছে পাঁচটি দেশ। এই সকল দেশের নাগরিকরা ১৯০ টি দেশে কোনরকম ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন।

অন্যদিকে এই তালিকায় চীনের পাসপোর্ট ৬৪ নম্বর স্থান পেয়েছে। চীনের নাগরিকরা ভিসা ছাড়াই ৮৬ দেশে যাতায়াত করতে পারবেন। এই তালিকায় গত বছর ভারতের পাসপোর্ট ছিল ৮৪ নম্বর স্থানে। কিন্তু এই বছর এক ধাপ নেমে তা স্থান পেয়েছে ৮৫ নম্বর। তবে ভারতের পাসপোর্টের র‍্যাঙ্কিং এক ধাপ কমলেও এখন আরও বেশি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে। আগে যেখানে ৬০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যেত এখন ৬২ দেশে ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা। কেননা ইরান, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভারতীয়দের ভিসা ছাড়াই তাদের দেশে প্রবেশ করার অনুমতি দিয়েছে।

Advertisements