মহিলার নামে ভারতের প্রথম রেলস্টেশন, রয়েছে এই বাংলাতেই, ইতিহাস জানলে গর্ব হবে

নিজস্ব প্রতিবেদন : বিভিন্ন মনীষীদের নামে বিভিন্ন জায়গার নামকরণ করা হয়ে থাকে। বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন রাস্তা স্টেডিয়াম ইত্যাদির এমন নামকরণ হয়। তবে জেনে অবাক হবেন, এই বাংলায় প্রথম কোন মহিলার নামে রেল স্টেশনের নামকরণ করা হয়েছিল। সেই রেল স্টেশনটি নামকরণ করা হয়েছিল এক মহিলা বিপ্লবীর নামে।

আমাদের রাজ্যের হাওড়া বর্ধমান কর্ড লাইনে রয়েছে এই রেল স্টেশন। যার নাম হল বেলানগর। এই রেলস্টেশনের উদ্বোধন করেছিলেন তৎকালীন দেশের রেল উপমন্ত্রী শাহনওয়াজ খান। ১৯৫৮ সালের ২৩ নভেম্বর এই রেল স্টেশনের উদ্বোধন হয়েছিল। এই রেলস্টেশন কোন বীরাঙ্গনার নামে করা হয়েছিল?

এই রেজিস্ট্রেশনটির নামকরণ করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইজি বেলা মিত্রর নামে। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত মহীয়সী নারীদের মধ্যে তিনি অন্যতম। দেশের প্রতি তার অবদানের জন্য ভারত সরকারের তরফ থেকে তাকে সম্মানিত করার জন্য এই রেল স্টেশনের এমন নাম দেওয়া হয়।

নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি এবং দেশের একজন বীরাঙ্গনা ছাড়াও বেলা মিত্রের আরও এক পরিচয় রয়েছে। তিনি হলেন আমাদের রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের মা। তিনি ১৯২০ সালে ভাগলপুরে জন্মগ্রহণ করেছিলেন। তৎকালীন ২৪ পরগনার কোদালিয়ার হরিদাস মিত্রের সঙ্গে তার বিয়ে হয়। এরপর ১৯৩৮ সালে তিনি নিজের উদ্যোগে একটি মহিলা সমিতি গঠন করেছিলেন।

১৯৪০ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর বেলা মিত্র যোগ দেন তার সঙ্গে। মাত্র উনিশ বছর বয়সে বেলা দেবী মহিলা শাখার কমান্ডারের দায়িত্ব পালন করেন। ১৯৪৫ সালে বেলা দেবীর স্বামী হরিদাস মিত্র সহ মোট ২২ জনকে ব্রিটিশ সৈন্যরা গ্রেপ্তার করে এবং তাদের ফাঁসির সাজা ঘোষণা হয়। সেই সময় তাদের ফাঁসি রদ করার জন্য বেলা দেবী গান্ধীজীর শরণাপন্ন হয়েছিলেন। গান্ধীজী সেই সময় পত্রালাপের মধ্যে এই সকল বিপ্লবীদের ফাঁসি রদ করতে সফল হয়েছিলেন। এই বেলা দেবী ১৯৫২ সালের ৩১ জুলাই মাত্র ৩২ বছর বয়সে পরলোক গমন করেন।