ফের অনুপ্রবেশের চেষ্টা চিনের, ভারতীয় সেনাদের কড়া জবাবে ধরাশায়ী চিনা সেনারা

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে ফের একবার ভারতের মাটিতে অনুপ্রবেশের চেষ্টা চালালো চিন। যদিও ভারতীয় সেনাদের কড়া জবাবে ধরাশায়ী হতে হয় চিন সেনাদের। ভারত চিন সমস্যা সমাধানের জন্য যখন দুই পক্ষের বৈঠক চলছে ঠিক তখনই এমন অনুপ্রবেশের ঘটনা রীতিমতো আশ্চর্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঘটনাটি ঘটেছে লাদাখ গালওয়ানের নর্থ সিকিমের নাকু লা সীমান্তে বলে জানা গিয়েছে। গত সপ্তাহে এই সীমান্ত দিয়েই চিন সেনারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। তবে খারাপ আবহাওয়া এবং ভারতীয় সেনাদের তৎপরতায় সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে। গত বছর জুন মাসে গালওয়ানের মত আবারও ভারতের মাটিতে চিন সেনাদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে সফল হয় ভারতীয় সেনারা। গালওয়ানের মতই দুই দেশের সেনাদের মধ্যে হাতাহাতি হয় বলে জানা গিয়েছে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম সূত্রে।

সর্বভারতীয় ওই সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, নতুন করে চিন সেনাদের অনুপ্রবেশের ঘটনায় ভারতীয় সেনারা রুখে দাঁড়ালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বাঁধে। রুদ্র মূর্তি নিয়ে চিন সেনারা এগোনোর চেষ্টা করলে ভারতীয় সেনাদের পাল্টা মারে আহত হন কমপক্ষে ২০ জন চিন সেনা। এই ঘটনায় ভারতীয় ৪ সেনা জওয়ান আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর।

গত বছর মার্চ মাস থেকে LAC বরাবর ভারত এবং চিন দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এরপর জুন মাসে করোনা অতিমারির সুযোগকে কাজে লাগিয়ে চীন আগ্রাসী মনোভাব দেখায়। যদিও গালওয়ান উপত্যকায় চিনের সেই আগ্রাসী মনোভাবকে রুখে ভারতীয় সেনারা। এরপর ভারতের তরফ থেকে চিনকে ভাতে মারার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়। ভারতে বন্ধ হয় শতাধিক চিনা অ্যাপ। অজস্র চিনা বরাত বাতিল করা হয় ভারত সরকারের তরফ থেকে।