Joint Entrance Exam Special Metro: রবিবার জয়েন্ট পরীক্ষা, চলবে স্পেশাল মেট্রো, দেখে নিন সময়সূচী

নিজস্ব প্রতিবেদন : আগামী রবিবার অর্থাৎ ২৮ এপ্রিল রয়েছে রাজ্য ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance Exam)। ওই পরীক্ষার দিন যাতে পরীক্ষার্থীদের কোন অসুবিধা না হয় তার জন্য রেলের তরফ থেকে ইতিমধ্যেই ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এবার স্পেশাল মেট্রো (Joint Entrance Exam Special Metro) চালানোর সিদ্ধান্ত নেওয়া হল।

মেট্রো পরিষেবা তিলোত্তমার গণপরিবহনের লাইফ লাইন। আবার এখন হাওড়া থেকে মেট্রো পরিষেবা চালু হয়ে যাওয়ার ফলে বহু যাত্রী রয়েছেন যারা মেট্রোর উপর নির্ভর করেই সফর করে থাকেন। অন্যদিকে পরীক্ষার দিন যাতে পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্যই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro) রবিবার স্পেশাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে দক্ষিণে কবি সুভাষ থেকে উত্তরে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চালানো হবে সকাল সাড়ে ৮ টায়। আবার ওই একই সময়ে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো চালানো হবে। অন্যান্য দিনের তুলনায় আধঘন্টা আগে মেট্রো পরিষেবা শুরু করার পাশাপাশি মেট্রোর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন 👉 Madhyamik and HS Result: এপ্রিলে বেরোচ্ছে না, মে মাসের এইদিন বেরোবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজাল্ট

এমনিতে অন্যান্য রবিবার সকাল ৯টার সময় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা শুরু করা হয়। কিন্তু এই রবিবার পরীক্ষার কথা মাথায় রেখে সকাল সাড়ে আটটায় পরিষেবা শুরু করা হবে। এছাড়াও যেখানে অন্যদিন উত্তর থেকে দক্ষিণের ব্লু লাইনে মোট ১৩০টি আপ ও ডাউন মেট্রো চালানো হয়, সেই জায়গায় রবিবার ১৪০টি মেট্রো চালানো হবে। যার মধ্যে ৭০টি আপ ও ৭০টি ডাউন।

পরীক্ষার জন্য রবিবার সকাল সাড়ে আটটায় মেট্রো পরিষেবা শুরু হলেও অবশ্য রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোন পরিবর্তন আনা হয়নি। এক্ষেত্রে অন্যান্য দিনের মতোই রবিবার রাত ৯:২৭ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে এবং রাত ৯:২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে। অন্যদিকে দমদম থেকে কবি সুভাষগামী রাতের শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪০ মিনিটে, একই সময়ে রাতের শেষ মেট্রো ছাড়বে কবি সুভাষ থেকে দমদমগামী।