Pradhan Mantri Suraksha Bima Yojana: দু’বান্ডিল বিড়ির দামে ইন্স্যুরেন্স! লাখ লাখ টাকার কভারেজ দিচ্ছে কেন্দ্র

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : অনেকের মধ্যেই ধারণা রয়েছে যেকোনো ধরনের ইন্স্যুরেন্স বা বিমা করানোর জন্য মাসে মাসে হাজার হাজার টাকা খরচ করতে হয়। এই ধারণা অবশ্য ভুল নয়, কেননা বেসরকারি সংস্থায় স্বাস্থ্য বীমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বীমার ক্ষেত্রে হাজার হাজার টাকায় খরচ হয়। তবে কেন্দ্র সরকার বীমার ক্ষেত্রে দেশের নাগরিকদের এমন এক সুযোগ দিচ্ছে যা দু’বান্ডিল বিড়ির দামে হয়ে যাবে ইস্যুরেন্স।

দু’বান্ডিল বিড়ির দাম ২০ টাকা। আর এই ২০ টাকাতেই জীবন বীমা পাওয়া সম্ভব। আবার ২০ টাকা প্রতিদিন বা প্রতি মাসেও লাগবে না। বছরে একবার ২০ টাকা দিলেই কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা প্রকল্পের সুবিধা মিলবে। যে বীমা প্রকল্পের আওতায় দেশের নাগরিকরা লাখ লাখ টাকার কভারেজ পাবেন।

এখন অনেকেই হয়তো ভাবছেন, কেন্দ্র সরকারের কোন প্রকল্প বা কোন বিমার কথা বলা হচ্ছে? যে প্রকল্প বা বিমার কথা বলা হচ্ছে সেটি হল প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana)। এই বীমা যোজনা আওতায় যে সকল নাগরিকরা নিজেদের নাম নথিভূক্ত করেছেন অথবা করতে চান তাদের প্রতি মাসে ২ টাকা অথবা বছরে ২০ টাকা প্রিমিয়াম দিতে হবে। তার পরিবর্তে কি কি সুবিধা মিলবে চলুন দেখে নেওয়া যাক।

যার নামে বীমা নথিভুক্ত থাকবে তিনি মারা গেলে বিমায় নাম নথিভূক্ত থাকা নমিনি পাবেন দু’লক্ষ টাকা।

যার নামে কেন্দ্র সরকারের এই বীমা প্রকল্প থাকবে তার যদি কোন রকম বড় দুর্ঘটনা ঘটে এবং সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন, যদি দুই হাত, পা বাদ চলে যায় তাহলেও দু’লক্ষ টাকা দেওয়া হয়।

আরও পড়ুন ? Portal For Pensioners: পেনশন নিয়ে সব চিন্তার দিন শেষ পেনশনভোগীদের! নতুন পোর্টাল বানালো কেন্দ্র

আবার যদি দুর্ঘটনার কবলে পড়ে বীমাকারি ব্যক্তি আংশিকভাবে দৃষ্টিশক্তি হারান অর্থাৎ এক চোখ অন্ধ হয়ে যায় অথবা এক হাত বা এক পা বাদ যায় তাহলে এক লক্ষ টাকা দেওয়া হয়।

এতসব সুবিধার বিষয় শুনে অনেকের মধ্যেই মনে হতে পারে কেন তারা এতদিন এই ধরনের একটি কেন্দ্রীয় প্রকল্পের খোঁজ পাননি? কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প নতুন চালু হয়েছে তা নয়। এই প্রকল্প রয়েছে ২০১৬ সাল থেকেই। এই বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য যে কোন ব্যাংক অথবা অনলাইনে আবেদন করা যাবে।