হার মানবে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী! মোদির এই ৯ প্রকল্পের সামনে কুপোকাত মমতা!

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র হোক অথবা রাজ্য, প্রতিটি সরকারই নাগরিকদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করে থাকে। তাদের তরফ থেকে চালু করা সেই সকল প্রকল্পের মধ্য দিয়ে রাজ্য এবং দেশের কোটি কোটি নাগরিক উপকৃত হন। যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (wb government) তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, কৃষক বন্ধু সহ বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। এই সকল প্রকল্পগুলির হাত ধরে রাজ্যের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে এর পাশাপাশি কেন্দ্রের (Central Government) এমন ৯টি প্রকল্প রয়েছে, যে ৯টি প্রকল্পের বিকল্প অন্য কিছু হতে পারে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

১) প্রধানমন্ত্রী জনধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana) : এই প্রকল্পের উদ্দেশ্য হলো দেশের প্রতিটি মানুষকে ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করা। এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনরকম ব্যালেন্স ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন গ্রাহকরা। দেশের যে সকল নাগরিকদের কাছে প্রয়োজনীয় সব নথিপত্র রয়েছে তারা এই প্রকল্পের আওতায় দেশের যেকোনো ব্যাংকে নিজেদের প্রয়োজনীয় অ্যাকাউন্ট খুলতে পারবেন।

২) প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) : কোন নাগরিক দুর্ঘটনাগ্রস্ত হলে অথবা দুর্ঘটনায় মারা গেলে এই প্রকল্পের মধ্য দিয়ে তাদের অথবা তাদের পরিবারকে আর্থিক সাহায্য করা হয়ে থাকে। এই প্রকল্পের মধ্য দিয়ে দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোন ব্যক্তি দেশের যেকোনো ব্যাংকে এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের জন্য বছরে দিতে হয় মাত্র ৪৩৬ টাকা।

৩) প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana) : ১৮ থেকে ৭০ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। এই প্রকল্পের জন্য দিতে হয় বছরে মাত্র ২০ টাকা। তার পরিবর্তে পাওয়া যায় দু’লক্ষ টাকার সুবিধা। বীমাকারীর দুর্ঘটনায় মৃত্যু হলে নমিনি থাকা ব্যক্তি এই টাকা পেয়ে থাকেন। যারা এই প্রকল্পের আওতায় নাম নথিভূক্ত করতে চান তারা নিকটবর্তী ব্যাংক অথবা যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেখানে যোগাযোগ করলেই হবে।

৪) অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) : ১৮ থেকে ৪০ বছর বয়সি ভারতীয় নাগরিকরা এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারেন। এরপর এই প্রকল্পের আওতায় নাম নথিভূক্ত করা ব্যক্তি ৬০ বছর পর প্রতি মাসে মাসে টাকা পাবেন। এক্ষেত্রে টাকা পাওয়ার পরিমাণ হতে পারে বিভিন্ন ধরনের। এই প্রকল্পের আওতায় ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত প্রতি মাসে পেনশন পাওয়া যায়। আপনি ৬০ বছর পর কত টাকা পেনশন পেতে চান তার ওপর ভিত্তি করে এই প্রকল্পে প্রিমিয়াম দিতে হয়।

৫) স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম (Stand Up India Scheme) : এই প্রকল্প মূলত ঋণ দেওয়ার জন্য। দেশের তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মানুষদের এই প্রকল্পের আওতায় ঋণ দেওয়া হয়ে থাকে তাদের ব্যবসার জন্য।

৬) প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana) : যে সকল মানুষেরা ক্ষুদ্র এবং মাঝারি ধরনের ব্যবসা করতে চাইছেন অথচ তাদের কাছে টাকা নেই তারা এই প্রকল্পের মধ্য দিয়ে ঋণ পেতে পারেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই প্রকল্পের মধ্য দিয়ে ঋণ নেওয়া হলে সুদের পরিমাণ অনেক কম দিতে হয়।

৭) প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (Pradhan Mantri Kaushal Vikas Yojana) : কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি এমন একটি প্রকল্প যা সরাসরি কোন আর্থিক সাহায্য করে না। বরং এই প্রকল্প দেশের মানুষকে স্বনির্ভর করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করে থাকে। কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রকল্পের মধ্য দিয়ে। এছাড়াও পরবর্তীতে ঋণের জন্যও এই প্রকল্প বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

কেন্দ্র সরকারের এই সাতটি প্রকল্প ছাড়াও আরও উল্লেখযোগ্য দুটি প্রকল্প হল আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্য দিয়ে দেশের অধিকাংশ জায়গায় চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেয়ে থাকেন এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকা নাগরিকরা। আবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা মধ্য দিয়ে ফসলের ওপর বীমা করা যায়, যার ফলে ফসল নষ্ট হলেও চাষীকে পুরোপুরি ক্ষতির মুখোমুখি হতে হয় না।