Most Polluted City: বিশ্বের সবচেয়ে দূষিত শহর রয়েছে পাকিস্তানে! তারপরেই চিন! বাকি নামগুলি শুনলেও চমকে যাবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

15 cities in India are named among the most polluted cities in the world: সম্প্রতি চলতি মাসের ৫ই জুন খুব আড়ম্বরের সঙ্গে পালন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ কিন্তু আদৌ কি সবাই পরিবেশ সম্পর্কে সচেতন? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। গোটা পৃথিবী জুড়ে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে পরিস্থিতি খুবই শোচনীয়। বিশ্বের বিভিন্ন জায়গার তাপমাত্রা দিনের পর দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে ভারতের ১৫ টি শহর দূষিত শহরগুলোর (Most Polluted City) মধ্যে অন্যতম।

Advertisements

এই পরিস্থিতি সত্যি সাধারণ মানুষের কাছে ভয়াবহ এবং সম্প্রতি এই তথ্য সকলের সামনে এসেছে। বিশ্বের অন্যতম দূষিত দেশগুলির মধ্যে ভারতের স্থান অষ্টম। ২০২২ সালে এই রিপোর্ট পেশ করেছে বার্ষিক বিশ্ব এয়ার কোয়ালিটি, যা সত্যি অত্যন্ত উদ্বেগের। সুইস এয়ার কোয়ালিটি টেকনোলজি কমিটিও এই রিপোর্ট প্রকাশ করেছে। পৃথিবীর ২০টি দূষিত শহরের (Most Polluted City) মধ্যে ১৫টি হল ভারতের।

Advertisements

তবে কলকাতাবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। বিশ্বের এই দূষিত শহরের (Most Polluted City) তালিকায় তাৎপর্যপূর্ণভাবে কলকাতার নাম নেই। কিন্তু সতর্কতা ও সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে কলকাতাবাসীকে। পরিবেশ দূষণ কমানোর জন্য সবরকম ভাবে চেষ্টা করতে হবে মানুষকে। তাহলে ভারতের কোন কোন শহরের নাম আছে এই তালিকাতে?

Advertisements

জানলে অবাক হবেন ভারতের রাজধানী শহর দিল্লির নাম রয়েছে এই তালিকায়। ভাবাই যায় না ভারতের রাজধানীর মতো শহরটিতে কিভাবে এত দূষণ বৃদ্ধি পেল? তবে ভারতবাসীর পক্ষে সত্যিই উদ্বেগের এই তালিকা। কারণ ভারতের পনেরোটি গুরুত্বপূর্ণ শহরের (Most Polluted City) নাম আছে এখানে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই নামগুলি।

বিশ্বের দূষিত ২০টি শহরের নামগুলি হল-

১) লাহোর পাকিস্তান

২) হোটান, চিন

৩) ভিওয়ান্দি, ভারত

৪) দিল্লি, ভারত

৫) পেশোয়ার, পাকিস্তান

৬) দ্বারভাঙা, ভারত

৭) আসোপুর, ভারত

৮) এন জামেনা, চার

৯) নিউ দিল্লি, ভারত

১০) পটনা, ভারত

১১) গাজিয়াবাদ, ভারত

১২) ধারুহেরা, ভারত

১৩) বাগদাদ, ইরাক

১৪) ছাপড়া, ভারত

১৫) মুজফ্ফরনগর, ভারত

১৬) ফৈয়জলাবাদ, ভারত

১৭) গ্রেটার নয়ডা, ভারত

১৮) বাহাদুরগড়, ভারত

১৯) ফরিদাবাদ, ভারত

২০) মুজফ্ফরপুর, ভারত

Advertisements