লাগবে না গ্যাস, Indian Oil নিয়ে এলো নতুন ধরনের ওভেন

নিজস্ব প্রতিবেদন : প্রতিটি বাড়িতে রান্নার জন্য গ্যাস অথবা অন্য কোন জ্বালানির প্রয়োজন হয়। তবে বর্তমানে অধিকাংশ বাড়িতেই পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস। আবার এই রান্নার গ্যাস পৌঁছালেও দিন দিন এই রান্নার গ্যাসের দাম এতটাই বেড়ে চলেছে যে তা আমজনতার পক্ষে বহন করা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। তবে এবার এই রান্নার গ্যাসের ঝামেলা থেকে মিলবে মুক্তি।

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়া এবং রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়া অথবা অন্য যে ধরনের সমস্যা রয়েছে তা থেকে মুক্তি দিতে এবার Indian Oil নিয়ে এলো একেবারে নতুন ধরনের এক ওভেন। এই ওভেন এর মাধ্যমে রান্না করার জন্য গ্যাসের প্রয়োজন হবে না। এই ওভেন চলে সৌরশক্তিতে। সৌরশক্তিতে চললেও এই ওভেন রোদে রাখতে হবে এমন কোন বিষয় নয়। নিজেদের প্রয়োজন মত যেকোনো জায়গায় রাখা যাবে।

ইন্ডিয়ান অয়েল এই নতুন যে ওভেন নিয়ে এসেছে তার নাম হলো সূর্য নতুন (Surya Nutan)। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এবং হরদীপ সিং পুরি Indian Oil -এর এই ওভেনের প্রশংসা করেছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী নিজের বাড়িতেই এই ওভেন পরীক্ষামূলকভাবে চালান বলে জানিয়েছেন।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় তারা এই ধরনের ওভেন তৈরি করেছে। ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবার ভাষণ রাখার সময় বলেছিলেন, এমন একটি অভিনয় তৈরি করতে হবে যা পুরাতন ওভেনগুলিকে সরিয়ে দিতে পারে এবং সহজে ব্যবহার করা যায়। সেই চিন্তা ভাবনা থেকেই এই সূর্য নতুন ওভেন তৈরি।

এই ওভেনটি রিচার্জেবল। তবে রোদে বসে রান্না করতে হবে এমন নয়। বাড়িতে রান্না করা যাবে এবং এই ওভেন বারবার সরানোর প্রয়োজন হবে না। এর একটি লম্বা অংশ রয়েছে যেটি বের করে রোদে রাখলেই চার্জ হয়ে যায়। এর পাশাপাশি সূর্যের আলো ছাড়াও এই ওভেন বিদ্যুতের মাধ্যমে চালানো যাবে। এর তিনটি আলাদা আলাদা মডেল রয়েছে। প্রিমিয়াম মডেলে চার সদস্যের পরিবারের একদিনের রান্না খুব সহজে করা যায়। এর সর্বনিম্ন দাম হলো ১২০০০ টাকা এবং সর্বোচ্চ ২৩ হাজার টাকা। তবে এর দাম আগামী দিনে অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে।