সুখবর, দাম কমছে ট্রেনের টিকিটের, কোন কোন ট্রেনের কত কমবে জেনে নিন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের মূল মেরুদন্ড হলো রেল পরিষেবা। অন্যান্য দেশের ক্ষেত্রে রেল পরিষেবা গণপরিবহনের মূল মেরুদণ্ড হয়ে দাঁড়াতে না পারলেও ভারতে কিন্তু এর ধারে পাশে কেউ নেই। কেননা প্রতিদিন ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে দেশের হাফ কোটির বেশি মানুষ যাতায়াত করে থাকেন। এবার এই বিপুল সংখ্যক মানুষদের রেলের তরফ থেকে দেওয়া হল একটি সুখবর।

ভারতীয় রেল পরিষেবার ওপর যেহেতু প্রতিদিন হাফ কোটির বেশি মানুষ নির্ভরশীল সেই কারণে এর সামান্য কোন পরিবর্তন আনা মানেই হল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপর প্রভাব ফেলে। ঠিক সেই রকমই এবার ভারতীয় রেলের তরফ থেকে টিকিটের দামে পরিবর্তন আনা হয়েছে, তবে এবার এই পরিবর্তন রেলের প্রতিটি যাত্রীর কাছেই সুখবর। কেননা রেলের তরফ থেকে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন কোন ট্রেনের টিকিটের দাম কমবে : ভারতের বিভিন্ন রুটে যে সকল বন্দে ভারত এক্সপ্রেস, এক্সিকিউটিভ ক্লাস ট্রেন, বিলাসবহুল ভিস্তাডোম এবং শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনের টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যেমন লাক্সারি ট্রেনগুলিতে সফর করা যাত্রীদের খরচ অনেক কমে যাবে ঠিক সেই রকমই আবার অন্যান্য ট্রেনের এসি কামরার যাত্রীদেরও খরচ কমবে।

ট্রেনের টিকিটের ভাড়া কমানোর পরিপ্রেক্ষিতে সবার আগে রয়েছে সেই সকল ট্রেনগুলি যেগুলি গত মাসে ৫০ শতাংশেরও বেশি আসন পূরণ করতে সক্ষম হয়নি। বাকি তালিকায় থাকা অন্যান্য ট্রেনের ভাড়াও খুব তাড়াতাড়ি কমানো হবে। ভারতের রেল যাত্রীদের সুখবর দিয়ে এমন ঘোষণা রেলের তরফ থেকে শনিবার করা হয়েছে। তবে কোন ট্রেনে কত পরিমাণ ভাড়া কমানো হবে তা সিদ্ধান্ত নেবেন বিভিন্ন জোনের রেলকর্তারা।

হেলে তরফ থেকে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া কমানো হতে পারে। এক্ষেত্রে যে বন্দে ভারতের টিকিটের দাম এক হাজার টাকা সেই টিকিট পাওয়া যাবে ৭৫০ টাকায়। ট্রেনের টিকিটের ভাড়া কমানো হলেও রেলের তরফ থেকে জানানো হয়েছে রিজার্ভেশন চার্জ, জিএসটি এবং বাকি পরিষেবার চার্জ আলাদা করেই নেওয়া হবে।