নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের লাইফ লাইন ভারতীয় রেল (Indian Railways)। আর এই রেল পরিষেবার উপর ভর করে যাতায়াত করার জন্য প্রত্যেক যাত্রীদের বৈধ টিকিট থাকা দরকার। বৈধ টিকিট না থাকলে যাত্রীদের বিপুল টাকার জরিমানা দিতে হয়। তবে এবার এমন একটি ঘটনা ঘটলো যাতে রীতিমতো হতভম্ব হয়ে দুই যুবক।
ওই দুই যুবকের এমন হতভম্ব হয়ে ওঠার কারণ হলো, শিয়ালদা স্টেশনে তাদের সঙ্গে থাকা একটি ছাগলের জন্য ১৮০ টাকা ফাইন (Indian Railways Fined) করা। আসলে তাদের জানা ছিল না যে ট্রেনে ছাগলেরও টিকিট লাগে। টিকিট পরীক্ষকদের চাপে শেষ পর্যন্ত ছাগলের টিকিট দেখাতে না পেরে ওই দুই যুবককে ১৮০ টাকা জরিমানা দিতে হয়।
ছাগলের জন্য শিয়ালদা স্টেশনে ১৮০ টাকা জরিমানা দেওয়ার ঘটনাটি ঘটেছে সোমবার। ঐদিন বাসন্তী থেকে মহম্মদ ইলিয়াস ও মহম্মদ ইরফান নামে দুই যুবক একটি ছাগল কিনে ক্যানিং-শিয়ালদা লোকালে চড়ে রওনা দিয়েছিলেন। ওই দুই যুবকের বাড়ি গার্ডেনরিচ। সামনেই বকরি ঈদ থাকার কারণে সস্তায় ছাগল কেনার জন্য তারা বাসন্তীর এক আত্মীয়ের বাড়িতে পৌঁছেছিলেন। সেখানে সস্তায় ছাগল কিনতে পেলেও সস্তার চার অবস্থা হয় ট্রেনে জরিমানা দিয়ে।
ওই দুই যুবকের তরফ থেকে দাবি করা হয়েছে, তারা ক্যানিং-শিয়ালদা লোকাল ট্রেনে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য নিজেদের টিকিট বুক করেছিলেন। কিন্তু তাদের সঙ্গে থাকা ছাগলেরও যে টিকিট লাগবে তা তাদের জানা ছিল না। আর সেই জন্য তারা ছাগলের টিকিট করেন নি। যখন তারা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছান তখন তাদের টিকিট পরীক্ষক ধরেন। তারা দুজনের টিকিট দেখানোর পর টিকিট পরীক্ষক ছাগলের টিকিট দেখতে চান। কিন্তু তা দেখাতে না পেরেই তাদের থেকে ১৮০ টাকা জরিমানা নেওয়া হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আক্ষেপের সুরে জানিয়েছেন, সামনেই বকরি ঈদ আর বকরি ঈদের জন্য তারা সস্তায় ছাগল কিনতে বাসন্তী গিয়েছিলেন। সেখানে এক আত্মীয়ের বাড়ি থেকে নামমাত্র টাকা দিয়ে তারা এই ছাগলটি নিয়ে আসেন। কিন্তু ছাগল আনতে যে ১৮০ টাকা জরিমানা দিতে হবে তা তারা কোনদিন ভেবে উঠতে পারছেন না। এমন আক্ষেপের পাশাপাশি তাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, মর্জিমাফিক টিকিট পরীক্ষকরা যাত্রীদের থেকে ফাইন নিয়ে থাকেন।