Rail Recruitment: ৪০ হাজারে শুরু, মাধ্যমিক পাশেই চাকরি, সাড়ে ৫ হাজার নিয়োগের ঘোষণা রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চাকরির জন্য যখন প্রতিটি বেকার যুবক-যুবতীরা বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন, ঠিক সেই সময় রেলের (Indian Railways) তরফ থেকে বড় খবর দেওয়া হল। রেলের তরফ থেকে এবার নতুন বছরের শুরুতেই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেল রিক্রুটমেন্ট বোর্ড (Rail Recruitment Board) স্টেশন মাস্টার এবং সহকারি স্টেশন মাস্টার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।

Advertisements

রেল রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে www.rrbcdg.gov.in ওয়েবসাইটে এবং সেখানেই অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই পর্বের পর চাকরির সুযোগ দেওয়া হবে।

Advertisements

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ৫৯৬ জনকে নিয়োগ করা হবে স্টেশন মাস্টারের জন্য এবং সহকারী স্টেশন মাস্টার হিসাবে নিযুক্ত হতে পারবেন প্রায় পাঁচ হাজার জন। সহকারি স্টেশন মাস্টার হিসাবে যারা নিযুক্ত হবেন তাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস অথবা সমতুল্য যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস। আবেদনকারীদের মধ্যে যাদের আইটিআই ডিগ্রী রয়েছে তারা অগ্রাধিকার পাবেন। অন্যদিকে স্টেশন মাস্টার পদের জন্য যারা আবেদন করবেন তাদের স্নাতক হতে হবে।

Advertisements

আরও পড়ুন ? ভাগ্য খুলবে মাধ্যমিক পাশ ১২৯ জনের! চাকরি দিচ্ছে কলকাতা মেট্রো

সহকারী স্টেশন মাস্টার হিসাবে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর এবং স্টেশন মাস্টার হিসাবে পদের জন্য যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে। স্টেশন মাস্টার পদের জন্য বেসিক পেয়ে রাখা হয়েছে ৩৬ হাজার ৫০০ টাকা থেকে ৪১ হাজার টাকা। সহকারী স্টেশন মাস্টারদের বেসিক পে হবে ৩৫ হাজার ৪০০ টাকা।

এই সকল শূন্য পদের জন্য আবেদন গ্রহণ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। আবেদন গ্রহণের তারিখ ঘোষণা করার পর ৩০ দিন সময় পাবেন আবেদনকারীরা। এছাড়াও জানা যাচ্ছে আবেদনের তারিখ ঘোষণা করে দেওয়ার পরই পরীক্ষার দিনও ঘোষণা করে দেওয়া হবে। যে কারণে এই সকল শূন্য পদে আবেদন করার জন্য রেল রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের।

Advertisements