নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় দু’কোটি মানুষ ভারতীয় রেলের (Indian Railways) পরিষেবার ওপর নির্ভর করে থাকেন। যে সকল যাত্রীরা সফর করে থাকেন তাদের বৈধ টিকিট নিয়েই ট্রেনে সফর করতে হয়। আবার কখনো কখনো প্ল্যান বদলে যাওয়ার কারণে যাত্রীদের নিজেদের টিকিট বাতিল (Ticket Cancel) করতে হয়।
কনফার্ম টিকিট বাতিল করার ক্ষেত্রে ভারতীয় রেল যাত্রীদের থেকে নির্দিষ্ট একটি চার্জ নিয়ে থাকে। রেলের থেকে পাওয়া তথ্য অনুযায়ী টিকিট বাতিলের চার্জ থেকেই রেল হাজার হাজার কোটি টাকা রোজগার করে থাকে প্রতি বছর। এক্ষেত্রে রেলের আয় হলেও তার প্রভাব কিন্তু পড়ে সাধারণ মানুষদের পকেটে। বিশেষ করে সমস্যায় পড়তে দেখা যায় এসি কোচের যাত্রীদের।
সম্প্রতি সাধারণ মানুষদের এমন সমস্যার কথা মাথায় রেখে রেলের তরফ থেকে টিকিট বাতিলের নিয়মে বদল আনা হলো। রেলের তরফ থেকে টিকিট বাতিলের নিয়মে যে বদল আনা হয়েছে সেই নিয়ম অনুযায়ী এবার যাত্রীদের খরচ অনেকটাই বেঁচে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভারতীয় রেলের তরফ থেকে ট্রেনের টিকিট বাতিলের কোন কোন নিয়মে বদল আনা হলো।
রেলের নতুন নিয়ম অনুসারে দ্বিতীয় শ্রেণীর কনফার্ম টিকিট বাতিল করা হলে ৬০ টাকা নেওয়া হবে। স্লিপার ক্লাসের যাত্রীদের জন্য ১২০ টাকা চার্জ নেওয়া হবে। তৃতীয় শ্রেণীর এসি টিকিট বাতিলের জন্য ১৮০ টাকা চার্জ নেওয়া হবে। দ্বিতীয় শ্রেণীর এসি টিকিট বাতিলের জন্য ২০০ টাকা এবং প্রথম শ্রেণীর এসি টিকিট বাতিলের জন্য ২৪০ টাকা চার্জ নেওয়া হবে।
টাকা কাটার বিষয়টি প্রত্যেকের জানা। তবে এবার রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে RAC টিকিট বাতিল করা হলে তার জন্য কোন চার্জ (RAC Ticket Cancel Charge Withdrawal) তারা নেবে না। যে সকল যাত্রীরা ট্রেন যাত্রা শুরু করার ৩০ মিনিট আগে পর্যন্ত আরএসি টিকিট বাতিল করবেন তাদের টিকিট বাতিলের জন্য কোন চার্জ কাটা হবে না। রেলের এই সিদ্ধান্তের ফলে বহু যাত্রী রয়েছেন যারা উপকৃত হবেন। কেননা RAC টিকিট দেখে অনেকেই শেষ মুহূর্তে সফর করবেন না এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন।