ফের ৮ কোচের ৯টি বন্দে ভারত! কবে আসছে, নতুন কি পরিকল্পনা রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রায় এক কোটি মানুষ প্রতিদিন রেল পরিষেবার উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। বিপুলসংখ্যক এই মানুষের রেল পরিষেবার উপর নির্ভরশীলতার কারণে ভারতীয় রেল (Indian Railways) এখন হয়ে দাঁড়িয়েছে গণপরিবহনের লাইফ লাইন। গণপরিবহনের এই লাইফ লাইনে যাতায়াতকারী যাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য রেলের তরফ থেকে সদা সতর্ক থেকে যাত্রী সুরক্ষা থেকে শুরু করে স্বাচ্ছন্দ সবকিছু প্রদান করার চেষ্টা চালানো হয়।

Advertisements

অন্যদিকে রেল পরিষেবায় সফলরত যাত্রীদের সফরকাল আরও সুন্দর করে তোলার জন্য রেলের তরফ থেকে প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ গ্রহণও করা হচ্ছে। ঠিক যেমন রেলের তরফ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন ট্র্যাকে নামানো হয়েছে। এই ট্রেনটি ইতিমধ্যেই দেশের ৩৪টি রুটে যাতায়াত করছে। গত ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে ৯ টি বন্দে ভারতের সূচনা করেন। এরপরই ভারতে বন্দে ভারতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫ থেকে ৩৪।

Advertisements

তবে এখানেই শেষ নয়, ফের আরও ৯টি বন্দে ভারত চালু হতে চলেছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এই সকল বন্দে ভারতের মধ্যে নীল সাদা বন্দে ভারত ছাড়াও থাকতে পারে গেরুয়া ধূসর রঙের বন্দে ভারত। নতুন এই রঙের বন্দে ভারত এখন দেশের একমাত্র একটি রুটে যাতায়াত করছে আর সেই রুটটি হল কেরালার কাসারগড় থেকে ত্রিবান্দ্রম। নতুন আরও যে ৯টি বন্দে ভারত চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা নিয়ে রেলের বড় পরিকল্পনা রয়েছে।

Advertisements

সম্প্রতি ৯টি যে বন্দে ভারত চালু করা হয়েছে সেগুলি প্রতিটি ৮ কোচের। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামীদিনে যে সকল বন্দে ভারত চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলিও ৮ কোচের হতে পারে। ১৬ কোচের তুলনায় আট কোচের বন্দে ভারত বেশি করে রুটে নামানোর পরিকল্পনা গ্রহণ করছে রেল। আর নতুন আরও যে ৯টি বন্দে ভারত চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলি এই বছরই হতে চলেছে। আশা করা হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই সেগুলি চালু হয়ে যাবে।

এর পাশাপাশি বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এমন কিছু রুট রয়েছে যেগুলিতে ইতিমধ্যেই শতাব্দী এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেস চেয়ার কার চালানো হচ্ছে। এক্ষেত্রে আগামী সময়ে শতাব্দি এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেসের মত ট্রেনগুলির পরিবর্তে বন্দে ভারত চালানো হতে পারে। তবে এগুলি সম্ভব তখনই যখন বন্দে ভারত স্লিপার লঞ্চ হবে। বন্দে ভারত স্লিপার লঞ্চ হতেও খুব সময় লাগবে না বলে জানা যাচ্ছে এবং আগামী দিনে বন্দে ভারত স্লিপার হয়ে উঠতে পারে রাজধানী এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেনের বিকল্প।

Advertisements