ট্রেনের টিকিট নিয়ে দারুণ খবর, পয়সা ছাড়াই বুকিংয়ে চলে যান নিজের গন্তব্যে

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের (Train) উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। বিশেষ করে ভারতের মতো দেশ, যেখানে কোটি কোটি মানুষের বসবাস আর প্রতিদিন হাফ কোটির বেশি মানুষ রেল পরিষেবার (Indian Railways) উপর নির্ভর করেন।

ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের রেলের বিভিন্ন নিয়ম মেনে যাতায়াত করতে হয়। রেলের বিভিন্ন নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান নিয়ম হলো টিকিট কেটে ট্রেনে চড়া। এই নিয়ম পালন না করা হলে যাত্রীদের জরিমানার সম্মুখীন হতে হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

তবে অনেক সময় যাত্রীদের একাংশের হাতে পর্যাপ্ত টাকা না থাকার কারণে ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। এই অসুবিধার কথা মাথায় রেখে এবার আইআরসিটিসির (IRCTC) উদ্যোগে এমন একটি ব্যবস্থা আনা হলো যাতে যাত্রীদের কাছে টাকা না থাকলেও তারা ধারে টিকিট বুকিং করতে পারবেন এবং নিজের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

ধারে টিকিট বুকিং করার এই সুযোগ পাওয়া যেতে পারে Paytm থেকে। নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে Buy Now Pay Later। এই পরিষেবার মধ্য দিয়েই যাত্রীরা আগের টিকিট বুকিং করে নিতে পারবেন কোনরকম টাকা খরচ না করেই। পরবর্তীতে যাত্রীরা তাদের ভ্রমণের টিকিটের খরচ পেমেন্ট করতে পারবেন পেটিএম সংস্থাকে।

আইআরসিটিসি’র তরফ থেকে জানানো হয়েছে, Paytm Postpaid পরিষেবা এখন তারা তাদের অ্যাপে যাত্রীদের জন্য উপলব্ধ করে দিয়েছে। এক্ষেত্রে এই সুবিধা নেওয়ার জন্য যখন টিকিটের টাকা পেমেন্ট করার অপশন আসবে সেই সময় Buy Now Pay Later অপশনটি বেছে নিতে হবে। অপশনটি বেছে নিলেই যাত্রীরা বিনা পয়সায় টিকিট কাটার সুযোগ পাবেন, টিকিটের মূল্য তাদের পরে মিটিয়ে দিতে হবে।