UTS App Ticket Booking: UTS অ্যাপের টিকিট বুকিংয়ের নিয়মে বদল, এবার টিকিট বুকিংয়ে মিলবে দুর্দান্ত সুবিধা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) পরিষেবায় যে সকল যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করে থাকেন সেই সকল যাত্রীদের কাছে বাধ্যতামূলকভাবে থাকতে হয় বৈধ টিকিট। বৈধ টিকিট না থাকলেই যাত্রীদের বিপুল অংকের টাকা জরিমানা করা হয়। বৈধ টিকিট বুকিং করার ক্ষেত্রে আবার যাত্রীরা যাতে কোন সমস্যায় না পড়েন তার জন্য রেলের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে।

Advertisements

টিকিট বুকিং করা নিয়ে যাতে কোনরকম প্রশ্ন না উঠে তার জন্য স্টেশনের স্টেশনে টিকিট কাউন্টার থাকার পাশাপাশি রেলের তরফ থেকে অনলাইনেও টিকিট বুকিং করার ব্যবস্থা রাখা হয়েছে। অনলাইনে টিকিট বুকিং করার ক্ষেত্রে রয়েছে আইআরসিটিসি (IRCTC Rail Connect) অ্যাপ এবং ইউটিএস (UTS) অ্যাপ। যারা অনলাইনে টিকিট বুকিং করেন তাদের এই দুই অ্যাপের পার্থক্য জানা আছে।

Advertisements

আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপের মাধ্যমে রিজার্ভেশন টিকিট বুকিং করা যায় আর ইউটিএস অ্যাপের (UTS App Ticket Booking) মাধ্যমে অসংরক্ষিত টিকিট বুকিং করা যায়। ইউটিএস অ্যাপের ব্যবহার মূলত লোকাল ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। বর্তমানে এই অ্যাপটি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে এই অ্যাপ। আর এই অ্যাপ যারা ব্যবহার করেন তাদের জন্য এবার রেলের তরফ থেকে আরও একটি সুখবর দেওয়া হল। নতুন সুখবর অনুযায়ী, ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট বুকিংয়ের নিয়মে যে বদল আনা হয়েছে তাতে যাত্রীরা অনেক বেশি সুবিধা পাবেন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে।

Advertisements

আরও পড়ুন ? Latest Air Cooler: এসির দামের তিন ভাগের এক ভাগ! দেওয়ালে এসির মতোই লাগানো যায় এই কুলার

ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করার ক্ষেত্রে আগে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী ব্যবহারকারীদের স্টেশনের রেল ট্র্যাক থেকে অন্ততপক্ষে ২০ মিটার দূরে থাকতে হতো তবেই টিকিট বুকিং করা যেত। এই নিয়ম চালু করা হয়েছিল মূলত যাতে করে যাত্রীরা টিটিই দেখে টিকিট বুকিং করতে না পারেন। তবে এবার রেলের তরফ থেকে এই দূরত্ববিধি তুলে দেওয়া হল। দূরত্ব বৃদ্ধি তুলে দেওয়ার ফলে এখন যাত্রীরা রেল ট্র্যাকের পাশে দাঁড়িয়েই ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করে নিতে পারবেন। এছাড়াও টিকিট বুকিং করার জন্য যাত্রীদের আগে ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকতে হতো, প্ল্যাটফর্ম টিকিটের ক্ষেত্রে ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকতে হতো স্টেশন থেকে। এবার এই সকল দূরত্ববিধিও তুলে দেওয়া হয়েছে।

আগে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাত্রীরা টিকিট বুকিং করতে পারতেন না ইউটিএস অ্যাপ থেকে। অনেক ক্ষেত্রেই যাত্রীদের বিভিন্ন কাজের কারণে স্টেশনে পৌঁছাতে দেরি হয়ে যায়। এক্ষেত্রে নতুন ব্যবস্থায় হন্তদন্ত হয়ে যাত্রীরা স্টেশনে পৌঁছে ট্রেন দেখামাত্রই টিকিট বুকিং করে নিতে পারবেন। যাত্রীদের আর টিকিট বুকিং করার জন্য ২০ মিটার দূরে ছুটে যেতে হবে না। স্বাভাবিকভাবেই রেলের তরফ থেকে নতুন এই যে পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তন অনেকটাই উপকারে আসবে আমযাত্রীদের।

Advertisements