হাওড়া থেকে ছুটবে বাংলার প্রথম বন্দে ভারত মেট্রো, জানা গেল রুট

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) স্বপ্নের প্রকল্প হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। স্বপ্নের এই প্রকল্প ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। ধাপে ধাপে দেশের বিভিন্ন রুটে চালু হচ্ছে সেমি হাই স্পিড প্রিমিয়াম এই ট্রেন। ইতিমধ্যেই দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও একটি বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত শুরু করেছে।

বন্দে ভারত এক্সপ্রেস বাংলার বাসিন্দারা পাওয়ার পাশাপাশি এবার ভারতীয় রেলের তরফ থেকে চালু করা হচ্ছে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro)। ভারতীয় রেল গণ পরিবহনের মেরুদন্ড আর সেই কথা মাথায় রেখেই ভারতীয় রেলের তরফ থেকে এই ধরনের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই ধরনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক ২.৪০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে রেলের জন্য।

বন্দে ভারত মেট্রো হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই প্রিমিয়াম ট্রেন। ট্রেনটি সম্পূর্ণভাবে এসি এবং বন্দে ভারত এক্সপ্রেসের মতই বিভিন্ন সুবিধা থাকবে বলে জানা যাচ্ছে। এই ট্রেন এক শহর থেকে অন্য শহরে ছুটানো হবে এবং সেক্ষেত্রে দুই শহরের দূরত্ব ১০০ কিলোমিটার বা তার কম বেশি হতে পারে। যে কারণেই এর নাম দেওয়া হয়েছে বন্দে ভারত মেট্রো।

বন্দে ভারত এক্সপ্রেস এরপর বন্দে ভারত মেট্রো নিয়েও যখন সাধারণ যাত্রীদের মধ্যে কৌতুহল তৈরি হচ্ছে ঠিক সেই সময় জানা গেল হাওড়া থেকে একটি বন্দে ভারত মেট্রো ছোটানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে পূর্ব রেলের তরফ থেকে। বাংলার প্রথম এই বন্দে ভারত মেট্রো চলবে হাওড়া থেকেই এমনই জানানো হয়েছে। কোন রুটে তা চালানো হবে তাও জানানো হয়েছে।

বাংলার প্রথম বন্দে ভারত মেট্রো নিয়ে আপাতত পূর্ব রেলের হাওড়া ডিভিশনের DRM মণীষ জৈন যা জানিয়েছেন তাতে জানা যাচ্ছে, হাওড়া থেকে বর্ধমানের মধ্যে এমন ট্রেন চালানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তার কথায়, “কিছুদিন আগে রেলমন্ত্রী বন্দে ভারত মেট্রোর কথা বলেছেন। সেক্ষেত্রে হাওড়া বর্ধমানের মধ্যে এই ট্রেন চালানোর ভাবনা রেলের রয়েছে। তাতে যাত্রীরা অনেক কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন।”