অবসরপ্রাপ্তদের জন্য দারুণ খবর, চাকরির সুযোগ দিচ্ছে ভারতীয় রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের ৫০ লক্ষের বেশি মানুষ ট্রেনের উপর নির্ভর করে যাতায়াত করেন। ট্রেনের উপর এই নির্ভরশীলতা বিপুল পরিমাণে থাকার কারণে ভারতীয় রেল পরিষেবাকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে। এই রেল পরিষেবার প্রতিনিয়ত উন্নতির জন্য ভারতীয় রেল একের পর এক ব্যবস্থা গ্রহণ করছে।

Advertisements

এরই মধ্যে ভারতীয় রেলের তরফ থেকে সেই সকল কর্মীদের জন্য সুখবর দেওয়া হল যারা রেলওয়েতে সুপারভাইজার পদ থেকে অবসর নিয়েছেন। এই ইউনিটের অধীনে থাকা অবসরপ্রাপ্ত কর্মীদের পুনরায় রেলে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদে নিযুক্ত হওয়া সবাইকে নির্ধারিত সম্মানী ভাতা দেওয়া হবে।

Advertisements

তবে এই সকল কর্মীদের পুনরায় নিয়োগ করার কি কারণ রয়েছে? রেলওয়ের তরফ থেকে সমস্ত বিভাগে গতিশক্তি ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ইউনিট গঠন করার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি অবসরপ্রাপ্ত সুপারভাইজারদের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে রেল। এর মধ্য দিয়ে যে সকল কাজ সময়ে শেষ হয়নি সে সকল কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এই নিয়োগের মাধ্যমে বাকি থাকা কাজ দ্রুত শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

গতি শক্তির ইউনিট গঠন করার মূল উদ্দেশ্য হলো, মুলতুবি কাজগুলিকে দ্রুত শেষ করা। অবসরপ্রাপ্ত যে সকল কর্মীদের পুনরায় নিয়োগ করা হবে তাদের নির্ধারিত মান অনুযায়ী বেতন দেওয়া হবে। এর ফলে রেলের উপর বাড়তি কোনো চাপ পড়বে না বলেও জানা যাচ্ছে রেল সূত্রে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে গতিশক্তি প্রকল্পকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘোষণা করেছিলেন। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য রেলওয়ে তার প্রতিটি বিভাগে গতিশক্তি ইউনিট তৈরি করার জন্য তৎপরতা শুরু করেছে।

Advertisements