Indian Railways Special Trains: পুরি হোক অথবা দার্জিলিং, আরও সহজে মিলবে ট্রেনের টিকিট, বড় পরিকল্পনা রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের কাছে সারা বছরই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে। আবার এই ঘুরতে যাওয়ার পরিকল্পনার জায়গাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় দীঘা, দার্জিলিং, পুরি। আবার এই সকল জায়গা যাওয়ার জন্য অধিকাংশ পর্যটকরা ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে থাকেন।

Advertisements

ভারতীয় রেলের উপর নির্ভর করে এই সকল পর্যটকরা ট্রেনে চড়ে পুরী, দার্জিলিং সহ বিভিন্ন জায়গা ভ্রমণ করে থাকেন। তবে শীত, বসন্ত, পুজোর ছুটি ইত্যাদির সময় এত সংখ্যক পর্যটক পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমান যে ট্রেনের টিকিট পেতে হিমশিম খেতে হয়। এমন পরিস্থিতিতে এবার ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য পুরি, দার্জিলিং সহ দেশের বিভিন্ন জায়গায় পর্যটকদের যাতায়াতের জন্য যাতে আরও বেশি টিকিট দেওয়া যায় তার জন্য বড় পরিকল্পনা গ্রহণ করল রেল।

Advertisements

রেলের তরফ থেকে আরও বেশি যাত্রীদের টিকিট দেওয়ার জন্য বিভিন্ন রুটে হাওড়া ও শিয়ালদা থেকে স্পেশাল ট্রেন (Indian Railways Special Trains) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সকল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করার পরিপ্রেক্ষিতে এখন পুরী হোক অথবা দার্জিলিং, অথবা দেশের অন্য কোন জায়গা, ট্রেনে সফরের জন্য সহজেই টিকিট পাওয়া যাবে।

Advertisements

আরও পড়ুন ? Bhawani Mandi Rail Station: ট্রেন দাঁড়ালে ইঞ্জিন থাকে এক রাজ্যে, শেষটা পড়ে অন্য রাজ্যে! দেশেই রয়েছে এমন আজব স্টেশন

রেলের তরফ থেকে ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য যে সকল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ট্রেনগুলি হল ০৩১০১ শিয়ালদহ-পুরী স্পেশাল, ০২৫১৭ কলকাতা-গুয়াহাটি স্পেশাল,০২৫০১ কলকাতা-আগরতলা স্পেশাল, ০২০২৩ হাওড়া-পাটনা স্পেশাল, ০৯৪৫২ ভাগলপুর-গান্ধীধাম স্পেশাল এবং ০৩৪০৩ গোড্ডা-গোমতি নগর স্পেশাল। এই সকল ট্রেন পর্যটকদের পুরি, উত্তরবঙ্গ সহ দেশের অন্যান্য জায়গায় পৌঁছাতে অনেক সাহায্য করবে।

তবে এই সকল স্পেশাল ট্রেন চালানো হলেও ইতিমধ্যে টিকিটের চাহিদা এতটাই বেশি যে ঝড়ের গতিতে টিকিট শেষ হতে দেখা যাচ্ছে। সুতরাং ফেব্রুয়ারি এবং মার্চ মাসে যদি কারও ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে তাহলে তাদের অবিলম্বেই ট্রেনের কোন ক্লাসের টিকিট উপলব্ধ রয়েছে তা দেখে যত দ্রুত সম্ভব বুকিং করে নিতে হবে।

Advertisements