টাকা চাইছে TT, খাবারে কারচুপি, অভিযোগ জানাতে হেল্পলাইন ঘোষণা রেলের

নিজস্ব প্রতিবেদন : যেমন পুলিশকে অভিযোগ জানাতে ১০০ বা দমকলবাহিনীকে ডাকতে মানুষ ১০১ নাম্বারে ফোন করেন, ঠিক একই যাত্রীদের সুবিধার্থে এবার একটি ‘ইন্টিগ্রেটেড হেল্পলাইন’ নাম্বার চালু করলো ভারতীয় রেল। এই নতুন হেল্পলাইন নাম্বারটি হলো ১৩৯। বুধবার অর্থাৎ গতকাল থেকেই চালু হয়েছে এই হেল্পলাইন নাম্বারটি। এবার এই একটি মাত্র নাম্বারে ফোন করেই সাহায্য চাইতে পারবেন যাত্রীরা। পাশাপাশি, জানা যাবে বিভিন্ন তথ্য।

শুধু তাইই নয়, এর পাশাপাশি যাত্রীদের জন্য ‘রেল মদদ’ নামের একটি মোবাইল অ্যাপও চালু করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এবার থেকে অপরিষ্কার শৌচালয় থেকে শুরু করে সহযাত্রীর অশালীন ব্যবহার, সমস্ত বিষয়েই এই অ্যাপে বা ১৩৯ নাম্বারে ফোন করে অভিযোগ জানানো যাবে।

রেলের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে।

এতদিন প্রত্যেকটি পরিষেবার জন্য পৃথক পৃথক নাম্বার বরাদ্দ করা ছিল। সুরক্ষার সমস্যায় পরিষেবা মিলতো ২৩-১৮২ নাম্বারে। জেনারেল কমপার্টমেণ্ট সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানাতে ফোন করতে হতো ১৩৮ নাম্বারে। আবার ১৮০০১১১৩২১ নাম্বারে ফোন করে ক্যাটারিং সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানাতে হতো। এতগুলি নাম্বার একসাথে মনে রাখা যাত্রীদের পক্ষে সত্যিই সম্ভব নয়। আর যদি মনে রাখতে হয়, তাহলে সাথে নিয়ে ঘুরতে হবে ছোট এক ডাইরি। এর জন্য বিভ্রান্তিও তৈরি হয়। তাই সমস্ত কিছুর জন্যই এবার একটি হেল্পলাইন নাম্বার চালু করেছে রেল কর্তৃপক্ষ। এই নম্বরে হিন্দি ও ইংরেজির পাশাপাশি আরও ১২টি ভাষায় পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে ভারতীয় রেল।