নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবার (Indian Railways) ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে লোকাল ট্রেন (Local Train)। কেননা লোকাল ট্রেনের উপর ভর করেই প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ কম দূরত্বের পথ পাড়ি দিয়ে থাকেন। বিশেষ করে অফিস কাছারির কর্মীরা, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা লোকাল ট্রেনের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল।
কিন্তু লোকাল ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয় সাধারণ যাত্রীদের। গরমে নাজেহাল হওয়ার পাশাপাশি পরিস্থিতি এমন দাঁড়াই যে পা ফেলার জায়গাও থাকে না। এই সকল পরিস্থিতির আমূল পরিবর্তন আনার জন্য ভারতীয় রেলের তরফ থেকে বিরাট পদক্ষেপ নেওয়া হল।
ভারতীয় রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকাল ট্রেনের পরিবর্তে বিভিন্ন রুটে এবার চলবে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro)। এই সকল লোকাল ট্রেনে একদিকে যেমন থাকবে এসি ঠিক অন্যদিকে থাকবে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য একাধিক ব্যবস্থা। এছাড়াও আরও একাধিক বন্দোবস্ত থাকবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। কি কি ব্যবস্থা থাকবে চলুন দেখে নেওয়া যাক।
বন্দে ভারত মেট্রোর সুবিধা জানার আগে একটি বড় সুখবর পাওয়া গিয়েছে রেলের তরফ থেকে। শুক্রবার ভারতীয় রেলের তরফ থেকে বন্দে ভারত মেট্রোর ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে আপাতত বন্দে ভারত মেট্রো মুম্বাইয়ে ছুটবে বলে জানা গিয়েছে। মোট ২৩৮ টি বন্দে ভারত মেট্রো চালু হবে খুব তাড়াতাড়ি। এর জন্য মহারাষ্ট্র সরকার এবং রেলমন্ত্রক যৌথভাবে খরচ করছে এর জন্য মোট ১০ হাজার ৯৪৭ কোটি টাকা ও ৩৩ হাজার ৬৯০ কোটি টাকা।
মুম্বাইয়ে যে সকল লোকাল ট্রেন যাতায়াত করে তার থেকে বেশি যাত্রী বহন করবে বন্দে ভারত মেট্রো। লোকাল ট্রেনের বদলে ছুটলেও বন্দে ভারত মেট্রোর দুই প্রান্তে দুটি এসি ভেন্ডার থাকবে। এর পাশাপাশি অন্যান্য কোচগুলিও হবে বাতানুকূল। মোট ১২টি কোচ নিয়ে ছুটবে বন্দে ভারত মেট্রো। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো একটি কামরাই উঠে অন্য কামরায় যাওয়ার সুযোগ পাবেন যাত্রীরা। বন্দে ভারত মেট্রোতে আসন সংখ্যাও অনেক বেশি থাকবে। এছাড়াও থাকবে বড় বড় ডিসপ্লে। অন্যদিকে ট্রেনের ফ্যান, আলো ইত্যাদি চলবে সৌর বিদ্যুতে।