Indian Railways Loss: মাথায় হাত রেলের! শুধু এই কারণে ডিসেম্বর মাসে ক্ষতি কোটি কোটি টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : স্বাচ্ছন্দ এবং কম খরচের কারণে প্রতিদিন প্রায় এক কোটি মানুষ রেল পরিষেবার উপর নির্ভর করে যাতায়াত করে থাকেন। বিপুলসংখ্যক মানুষের রেল পরিষেবার ওপর নির্ভরশীলতার কারণে ভারতীয় রেল (Indian Railways) বিপুল পরিমাণ অর্থের মুখ দেখে লাভ হিসাবে। তবে গত ডিসেম্বর মাসে এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে রেলকে কাটাতে হয়েছে যে কোটি কোটি টাকা ক্ষতির (Indian Railways Loss) সম্মুখীন তারা।

Advertisements

ক্ষতির অংক শুনলে যে কেউ ভিমড়ি খাবেন। শুধু ডিসেম্বর মাসে কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন রেল। শুধু ডিসেম্বর মাসেই হাজার হাজার টিকিট বাতিল হয়েছে রেলের। শীতের মরশুম পর্যটকদের কাছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার মরশুম। কিন্তু এই শীতের মরশুমেই রেলকে হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হল।

Advertisements

গত ডিসেম্বর মাসে ভারতীয় রেলকে এমন হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মূলত একটি কারণেই আর সেই কারণটি হল কুয়াশা। শীতের মরশুমে রেলের লক্ষ্মী লাভের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এই কুয়াশা। কেননা গত কয়েক সপ্তাহ ধরে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ ঘন কুয়াশায় ঢেকে রয়েছে আর সেই কারণে প্রচুর ট্রেন বাতিল করতে হচ্ছে। এখন দেখে নেওয়া যাক রেলের ক্ষতির পরিমাণ।

Advertisements

আরও পড়ুন ? Ram Mandir Darshan: প্রতিদিন ৫০ হাজার পুণ্যার্থীদের বিনামূল্যে রাম মন্দির দর্শন! ব্যবস্থা নিচ্ছে রেল

দিল্লী, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ এত কুয়াশার চাদরে ঢাকা পড়ে গিয়েছে যে পুরোপুরিভাবে হারিয়েছে দৃশ্যমান্যতা। পরিস্থিতি এমনই যে ট্রেনের চাকা গড়ানো দুঃসাধ্য হয়ে পড়েছে। ভোরের দিকে তো অধিকাংশ সময়ই পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। এসবের কারণে সময়ের থেকে অনেক ট্রেন চলছে দেরিতে আর ট্রেন দেরিতে চলার কারণে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের।

রেল সূত্রে জানা যাচ্ছে, ডিসেম্বর মাসে ট্রেন বাতিলের কারণে ২০ হাজার রিজার্ভেশন টিকিট বাতিল করা হয়েছে। এই বিপুলসংখ্যক টিকিট বাতিল হওয়ার কারণে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ টাকা যাত্রীদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে রেল। এছাড়াও পরিস্থিতির কথা মাথায় রেখে ৪২ টি ট্রেন মার্চ মাস পর্যন্ত বাতিল রাখা হয়েছে রেলের তরফ থেকে।

Advertisements