Andal-Sainthia Railway Bypass: তৈরি হচ্ছে নতুন বাইপাস, অন্ডাল-সাঁইথিয়া রুটের জন্য সুখবর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) প্রতিনিয়ত রেল পরিষেবার উন্নতির জন্য নতুন নতুন কাজ করে চলেছে। রেলের এমন সব নতুন নতুন কাজের জন্য যেমন যাত্রীরা উন্নতমানের পরিষেবা পাচ্ছেন, ঠিক সেই রকমই আবার রেলও আগের তুলনায় অনেক বেশি লাভের মুখ দেখছে। রেলের এইসব কাজের মধ্যে এবার সুখবর অন্ডাল-সাঁইথিয়া রুটের জন্য।

Advertisements

রেলের তরফ থেকে এবার অন্ডাল-সাঁইথিয়া রুটের (Andal-Sainthia Railway Bypass) জন্য নতুন বাইপাস তৈরি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিল্পাঞ্চলের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি রেল যাত্রায় গতি এনে নিরবিচ্ছিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানাচ্ছে পূর্ব রেল (Eastern Railway)। রেলের এমন ব্যবস্থা সম্পূর্ণ হলে দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হবে বলেই মনে করা হচ্ছে।

Advertisements

অন্ডাল-সাঁইথিয়া রুটে পর্যাপ্ত লাইন না থাকার কারণে যাত্রীবাহী ট্রেন এবং পণ্যবাহী ট্রেনের যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন সময় নানান বাধার সম্মুখীন হতে হয়। পণ্যবাহী কোন ট্রেনকে গন্তব্যে পৌঁছানোর জন্য এই রুটে যাওয়ার সময় দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় লাইন পরিষ্কার হওয়ার জন্য। আবার একইভাবে যাত্রীবাহী ট্রেনগুলির ক্ষেত্রেও অনেক সময় এমন ঘটনা ঘটে থাকে। এর ফলে পণ্যবাহী ট্রেন হোক অথবা যাত্রীবাহী, সব ট্রেনের ক্ষেত্রেই যাতায়াতের জন্য এমন বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়।

Advertisements

আরও পড়ুন ? Railway Video: একটি রিল ভিডিও জন্য পাবেন ২৫ হাজার টাকা! বড় ঘোষণা রেলের

এরই পরিপ্রেক্ষিতে অমৃত ভারত যোজনা প্রকল্পের আওতায় সাঁইথিয়া-অন্ডাল রুটে নতুন একটি বাইপাস তৈরি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। ইতিমধ্যেই এই কাজ শুরু হয়ে গিয়েছে বলেও রেল সূত্রে জানা গিয়েছে এবং এই বাইপাস তৈরি হবে অন্ডাল লিঙ্ক থেকে কাজোড়া গ্রামের মধ্যে। এর পাশাপাশি এই বাইপাসের মাধ্যমে অন্ডাল-আসানসোল শাখার বক্তারনগর স্টেশনকে যুক্ত করা হবে। এই রেল লাইনটি হাওড়া দিকে ২.৫ কিলোমিটার এবং সাঁইথিয়ার দিকে ১.৬ কিলোমিটার বিস্তৃত থাকবে।

এই বাইপাস তৈরি হয়ে গেলে পণ্যবাহী ট্রেনগুলি নিরবিচ্ছিন্নভাবে নিজেদের গন্তব্যের দিকে ছুটে যেতে পারবে। এছাড়াও যাত্রীবাহী ট্রেনগুলির ক্ষেত্রেও অনেক সুবিধা পাওয়া যাবে। রেলের নতুন এই প্রজেক্টের জন্য ৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে, রেলের এমন বাইপাস তৈরীর কাজ চলতি আর্থিক বর্ষেই শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Advertisements