নিজস্ব প্রতিবেদন : দিন দিন আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। গত ১০ বছরে ভারতীয় রেল যেভাবে উন্নতির মুখ দেখেছে তা আগে কখনো দেখেনি, এমনটাই দাবি করছে পরিসংখ্যান। পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছেন, আগামী পাঁচ বছরে ভারতীয় রেল যেভাবে উন্নয়নের মুখ দেখবে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ভারতীয় রেলের এমন উন্নয়নের পথে আমরা হাজার হাজার কিলোমিটার নতুন রেলপথ, নতুন নতুন ট্রেন দেখেছি। নতুন নতুন ট্রেনের তালিকায় ভারতীয়দের মনে সবচেয়ে বেশি যে ট্রেন জায়গা করে নিয়েছে তা হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার পালা বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper), বন্দে মেট্রোর (Vande Metro)।
রেল সূত্রে যা জানা যাচ্ছে তাতে খুব তাড়াতাড়ি বন্দে ভারত এক্সপ্রেসের পর বাকি দুটি ভার্সন আসতে চলেছে। আর এই খবর ছড়িয়ে পড়ার পরই বাংলার একটি রুটে বন্দে মেট্রো চলতে পারে বলে জল্পনা ছড়ালো। বাংলা থেকে বন্দে মেট্রো ভাগলপুর পর্যন্ত চলতে পারে বলে দাবি করা হচ্ছে। দাবি করা হচ্ছে ট্রেনটি হাওড়া থেকে চলবে। দাবি করা হচ্ছে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরই বন্দে মেট্রো নিয়ে দেশের বিভিন্ন রুটের পাশাপাশি হাওড়া থেকে চালু হওয়ার ঘোষণা হতে পারে। আর এই নতুন ট্রেন নিয়েই এবার মুখ খুলল পূর্ব রেল।
ভাইরাল হওয়া বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়, ৮ কোচের বন্দে মেট্রো হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত সপ্তাহে ৬ দিন যাতায়াত করতে পারে। এক্ষেত্রে মঙ্গলবার হাওড়া থেকে এবং বুধবার ভাগলপুর থেকে ট্রেনটি চালানো হবে না বলেই সূত্র মারফৎ জানা যাচ্ছে। সর্বভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনটি সকাল ৬:১৫ মিনিটে ভাগলপুর স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিতে পারে। অন্যদিকে হাওড়া থেকে দুপুর ১:৩০ মিনিটে একটি ট্রেন ভাগলপুরের উদ্দেশ্যে রওনা দিতে পারে।
Don't fall prey to FAKE NEWS ! pic.twitter.com/C2827NPXLX
— Eastern Railway (@EasternRailway) April 26, 2024
তবে এই বিষয়টি নিয়ে এবার পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, হাওড়া ও ভাগলপুরের মধ্যে বন্দে মেট্রো চালানো নিয়ে কোনরকম পরিকল্পনা আপাতত নেই রেলের। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভুয়ো এবং এই ভুয়ো খবরে যাতে কেউ প্রভাবিত না হন।