নিজস্ব প্রতিবেদন : দেশের কোটি কোটি মানুষের আশা প্রত্যাশা হলো ভারতীয় রেল (Indian Railways)। কেননা এই ভারতীয় রেলের উপর ভর করেই প্রতিদিন দেশের ৫০ লক্ষের বেশি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। এই সকল বিপুলসংখ্যক যাত্রীদের মূল চাহিদা হল সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো, আরাম করে এবং সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছানো। রেলের তরফ থেকেও যাত্রীদের এই সকল চাহিদা প্রতিনিয়ত মেটানোর চেষ্টা চালানো হয়ে থাকে।
রেলের সেই সকল প্রচেষ্টার ফল হিসাবে ভারতীয়রা পেয়েছেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের প্রথম সেমি হাই স্পিড এই ট্রেনটি প্রথম থেকে নীল সাদা রঙে তৈরি হলেও এখন এর রং বদলাতে শুরু করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) নতুন রংয়ের বন্দে ভারতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেশবাসীকে দেখিয়েছেন। যাতে দেখা যাচ্ছে এবার নীল সাদার পরিবর্তে আরও আকর্ষণীয় গেরুয়া রঙের বন্দে ভারত চালু হতে চলেছে।
নতুন রঙের বন্দে ভারত কবে কোন রুটে চলবে তা সম্পর্কে রেলের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো না হলেও জল্পনা তৈরি হয়েছে হাওড়া থেকে খুব তাড়াতাড়ি এমন একটি বন্দে ভারত যাত্রা শুরু করবে। এই জল্পনা তৈরি হয়েছে মূলত বিজেপি সাংসদ সঞ্জয় শেঠের মন্তব্য অনুযায়ী। মনে করা হচ্ছে দুর্গাপুজোর আগেই নতুন রঙের বন্দে ভারত পেতে পারে বাংলা, যদিও এখনো তা স্পষ্ট নয়।
রাঁচির সাংসদ সঞ্জয় শেঠ সম্প্রতি ঘোষণা করে জানিয়েছেন, ঝাড়খন্ডের রাঁচি থেকে হাওড়া সংযোগ করার জন্য খুব তাড়াতাড়ি একটি বন্দে ভারত পেতে চলেছেন বাসিন্দারা। এর পাশাপাশি পাটনার সঙ্গেও রাঁচির যোগাযোগের জন্য আরও একটি বন্দে ভারত চালু হতে পারে বলেও তার কথা থেকে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের হাওড়ার সঙ্গে ঝাড়খণ্ডের রাঁচির বন্দে ভারতে যোগাযোগ বাড়লে বাড়বে বাণিজ্য এবং পর্যটন শিল্প।
তবে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে নিশ্চিত ভাবে জানানো হয়নি, কবে হাওড়া থেকে রাঁচি নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। অথবা এখনো পর্যন্ত জানানো হয়নি নতুন এই বন্দে ভারত চালু হলেও তা নীল সাদা রঙের হবে নাকি গেরুয়া সাদা! তবে রাঁচির সাংসদ যেভাবে ঘোষণা করেছেন তাতে হাওড়া এবং রাঁচি এই দুই শহরের মধ্যে খুব তাড়াতাড়ি যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আসার জন্য আসছে একটি বন্দে ভারত।