১ টাকারও কমে রেলযাত্রার সময় মিলে এই বড় সুবিধা, অনেকের জানা নেই

নিজস্ব প্রতিবেদন : আমরা অধিকাংশ মানুষ কম-বেশি ট্রেনের উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকি। ট্রেন অর্থাৎ রেল পরিষেবা হলো ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড। ট্রেনে চড়ে যাতায়াত করার জন্য যেমন প্রতিটি যাত্রীকে টিকিট করা প্রয়োজন ঠিক সেই রকমই বেশ কিছু নিয়ম রয়েছে সেগুলি মানা প্রয়োজন।

আবার ভারতীয় রেলের তরফ থেকেও দেশের বিপুল সংখ্যক মানুষের ট্রেনের উপর এমন নির্ভরশীলতার কথা মাথায় রেখে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে। এই সকল সুযোগ সুবিধার মধ্যে বড় একটি সুবিধা রয়েছে, যার জন্য খরচ হয় ১ টাকারও কম। তবে জোর গলায় দিয়ে বলা যেতে পারে, মাত্র ১ টাকার কম খরচে রেলের এই বড় সুবিধার কথা অধিকাংশ মানুষই জানেন না।

এক টাকারও কম খরচে ভারতীয় রেলের তরফ থেকে যাত্রীদের এই যে বিশেষ সুবিধাটি দেওয়া হয় তা হল ইনসিওরেন্স। যে ইন্সুরেন্স করার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে থাকি সেই ইন্সুরেন্স এক টাকারও কম খরচে হয় যখন আপনি ট্রেনে যাতায়াত করছেন। কিন্তু টিকিট বুকিং করার সময় আমরা অনেকেই এই বিষয়টিকে এগিয়ে যাই, বিশেষত না জানার কারণেই।

যে কারণে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করার সময় এই ইন্সুরেন্সের দিকটি বিশেষভাবে নজর দিতে হবে। অনলাইনে টিকিট বুকিং করার সময় এই অপশন দেওয়া হয়ে থাকে এবং সেই অপশনটি বেছে নিতে হয় যাত্রীকে। এক টাকারও কম খরচে এই ইন্সুরেন্স করা থাকলে দুর্ঘটনাগ্রস্থ যাত্রী অথবা তার পরিবার ১০ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।

ট্রেনে সফর করার সময় দুর্ঘটনা ঘটলে এই বীমা করা থাকলে যদি যাত্রীর মৃত্যু হয় তাহলে তার পরিবার ১০ লক্ষ টাকা পান। যদি যাত্রী সম্পূর্ণভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন তাহলে ১০ লক্ষ টাকা পাবেন। যদি কোন যাত্রী আংশিকভাবে অক্ষম হয়ে পড়েন তাহলে তিনি সাড়ে ৭ লক্ষ টাকা পাবেন। আঘাত অল্প হলেও ১০০০০ টাকা দেওয়া হয় এই ইনসিওরেন্স করা থাকলে।