নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে প্রতিনিয়ত যাত্রীদের জন্য নতুন নতুন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এই সকল সুযোগ-সুবিধা প্রদানের জন্যই ভারতের বুকে চালু করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সেমি হাই স্পিড এই ট্রেনটি এখন দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেন।
কেন্দ্র সরকার এবং ভারতীয় রেল যৌথভাবে উদ্যোগ নিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস দেশের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার। সেই মতো চলছে কাজ। যাতে খুব তাড়াতাড়ি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে চালু করা যায় তার জন্য একের পর এক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। এরই মধ্যে জানা যাচ্ছে, চলতি বছর স্বাধীনতা দিবসের আগেই নতুন করে ৩৫ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে।
স্বাধীনতা দিবসের আগেই ৩০ থেকে ৩৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার জন্য যেভাবে তৎপরতা শুরু করেছে ভারতীয় রেল তাতে আগামী মাসকয়েক প্রতি মাসে ৬ থেকে ৭টি বন্দে ভারত চালু হতে পারে। আগামী দিন কয়েকের মধ্যেই চালু হতে পারে উত্তর-পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি চলবে ওই বন্দে ভারত এক্সপ্রেসটি।
আরও পড়ুন : দেশজুড়ে চালু হয়ে গেল ১৫টি বন্দে ভারত, কোন কোন রুটে, দেখে নিন তালিকা
এরপর পাটনা থেকে রাঁচি একটি বন্দে ভারত এক্সপ্রেস চালুর জোড় সম্ভাবনা তৈরি হয়েছে। এর পাশাপাশি ভারতীয় রেলের লক্ষ্যমাত্রা রয়েছে গোয়া, দেরাদুন সহ আরও যে সকল পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেগুলিকে বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে জুড়ে দেওয়ার। যদিও কোন কোন রুটে বন্দে ভারত চালু হতে চলেছে তা সম্পর্কে রেলের তরফ থেকে কিছু জানানো হয়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন ২০২৩ সালের ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের মধ্যেই দেশে ৭৫ টি বন্দে ভারত চালু করার। কিন্তু সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ভারতীয় রেল এখন অনেক পিছনে রয়েছে। তবে আগামী কয়েক মাসের মধ্যে ৩০ থেকে ৩৫টি বন্দে ভারত চালু হলে লক্ষ্যমাত্রা অনেকটাই পূরণ হবে।