নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) কেবলমাত্র ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড এমন নয়, এর পাশাপাশি ভারতীয় রেল দেশের অর্থনীতিতে আলাদা এক ভূমিকা পালন করে থাকে। ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন, ঠিক সেই রকমই আবার দেশের বহু নাগরিককে প্রত্যক্ষভাবে রোজগারের সুযোগ করে দেয় রেল। ট্রেনের হকার থেকে শুরু করে স্টেশনের স্টল মালিকরা প্রত্যক্ষভাবেই রেলের উপর নির্ভরশীল নিজেদের রোজগারের জন্য।
ঠিক সেই রকমই এবার রেলের তরফ থেকে গরিবদের ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্য নতুন এক দুর্দান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার মধ্য দিয়ে সামান্য টাকাতেই রেলের তরফ থেকে স্টেশনে দোকান দেওয়া হচ্ছে আগ্রহীদের। রেলের তরফ থেকে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ (OSOP) প্রকল্পের মধ্য দিয়ে এমন সুযোগ করে দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের স্টেশনগুলিতে স্থানীয় প্রোডাক্ট বিক্রির জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।
ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মধ্য দিয়ে প্রান্তিক শিল্পীদের জীবিকা অর্জনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি স্থানীয় কারিগর, তাঁতি, কারুশিল্পীদের দক্ষতা বৃদ্ধি করে থাকে। এই প্রকল্পের অধীনে রেলের তরফ থেকে এই ধরনের জিনিসপত্র প্রদর্শন করা থেকে শুরু করে বিক্রির জন্য আদান-প্রদান যোগ্য স্টল, ট্রলির মতো আউটলেট সরবরাহ করবে। রেলের এমন উদ্যোগের পরিপ্রেক্ষিতে উপকৃত হবেন কারিগর, কৃষক, আদিবাসী, তাঁতি, নিবন্ধিত মাইক্রো এন্টারপ্রাইজের সঙ্গে যুক্ত সদস্য, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, সামাজিক সংস্থাগুলির সঙ্গে যুক্ত সদস্য, রাজ্য সরকারের সংস্থাগুলির সদস্যরা।
এই ধরনের স্টল পেতে হলে যে কোন ব্যক্তি তাদের নিকটবর্তী স্টেশন মাস্টারের কাছে আবেদন জানাতে পারেন। আবেদন জানানোর সময় আবেদনকারীকে স্টেশন মাস্টারের কাছে জমা দিতে হবে যোগ্যতার নথি এবং যোগাযোগ নম্বর। এই ধরনের স্টলগুলিতে যে সকল প্রোডাক্ট বিক্রি করা যাবে সেগুলি হল প্রত্নবস্তু, হস্তশিল্প, টেক্সটাইল এবং তাঁত সামগ্রী, খেলনা, চামড়াজাত পণ্য, ঐতিহ্যবাহী যন্ত্রপাতি বা যন্ত্র, কৃষি পণ্য, পোশাক, রত্ন ও গহনা, প্রক্রিয়াজাত এবং আধা-প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী ইত্যাদি।
রেলের তরফ থেকে ইতিমধ্যেই দেশের ৭৮২ টি রেল স্টেশনে ৮৫০ টি এই ধরনের স্টল চালু করে দিয়েছে। এই ধরনের স্টল পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। আবেদন গ্রহণ হওয়ার পর রেজিস্ট্রেশন ফি হিসাবে দিতে হবে এক হাজার টাকা। এর বিনিময়ে রেলের তরফ থেকে ১৫ দিনের জন্য ওই স্টল দেওয়া হবে।