Indian Railway Rules: অন্যের বাড়ির বউ, মেয়েরা টিকিট না কাটলে চিন্তা বাড়ে টিটিই-র! কারণ রেলের এই নিয়ম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ রেল পরিষেবার (Indian Railways) ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। রেলের তরফ থেকে এই সকল যাত্রীদের জন্য যেসব নিয়ম জারি করা হয় তার মধ্যে অন্যতম হলো বৈধ টিকিট। বৈধ টিকিট না থাকলে যাত্রীরা কোনভাবেই ট্রেনে সফর করতে পারেন না। ভারতীয় রেলের (Indian Railway Rules) যেসব নিয়ম রয়েছে তার মধ্যে এটি অন্যতম।

Advertisements

ট্রেনের প্রতিটি যাত্রী বৈধ টিকিট কেটে ট্রেনে চড়েছেন কিনা তা দেখার জন্য রেলের তরফ থেকে টিটিই সহ অন্যান্য কর্মী নিয়োগ করা হয়ে থাকে। তারাই স্টেশন এবং ট্রেনের ভিতর ঘুরে ঘুরে যাত্রীদের টিকিট পরীক্ষা করে থাকেন। তবে জানেন কি, যে সকল রেল যাত্রীরা ট্রেনে সফর করে থাকেন তাদের মধ্যে কোন মহিলারা যদি টিকিট বুকিং না করে থাকেন তাহলে চিন্তা বেড়ে যায় টিটিই-র!

Advertisements

যিনি টিকিট বুকিং না করে ট্রেনে চড়েছেন তার বদলে কেন চিনতে পারবে টিটিই-র। বিষয়টি অদ্ভুত হলেও এমন চিন্তা বৃদ্ধি পাওয়ার পিছনে রয়েছে রেলের নিয়ম। রেলের নিয়ম অনুযায়ী কোন যাত্রী যদি টিকিট বুকিং না করে ট্রেনে চড়েন তাহলে তার থেকে ফাইন সহ ট্রেনের টিকিটের দাম আদায় করা হয়। আবার অনেক ক্ষেত্রেই শাস্তি স্বরূপ কারাদণ্ডও দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম বুঝলে যাত্রীকে পরবর্তী স্টেশনে নামিয়ে দেন টিটিইরা।

Advertisements

আরও পড়ুন ? ট্রেন টিকিটের ভাড়ায় এলো বিরাট বদল, অনেক সস্তায় পাবেন যাত্রীরা

কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই নিয়মের বেশ কিছু পার্থক্য রয়েছে। একাকী মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কখনোই ওই মহিলাকে ফাঁকা রেল স্টেশনে নামিয়ে দেওয়া যায় না। আবার রাতের বেলায় ট্রেন থেকে নামানোর মত কোন পদক্ষেপই গ্রহণ করতে পারেন না টিটিই। এছাড়াও যদি সত্যিই ওই মহিলাকে ট্রেন থেকে নামাতে হয় তাহলে টিটিই এবং রেল নিরাপত্তারক্ষীদের দায়িত্ব তাকে সুরক্ষিতভাবে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার।

এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কোন একাকী মহিলা টিকিট না বুকিং করে ট্রেনে চললে কেন চিন্তা বেড়ে যায় টিটিই-র। একদিকে নিজের কর্তব্য অনুযায়ী ওই মহিলার থেকে জরিমানা আদায় করা, আবার ওই মহিলার নিরাপত্তা নিয়ে যাতে কোনরকম অসুবিধা না হয় সেই দিকটিও নজর রাখা। এইরকম ঘটনা টিটিইদের গলায় কাঁটা আটকানোর মতো।

Advertisements