Durga Puja Special Trains: এখন থেকেই পুজোর স্পেশাল ট্রেনের বন্দোবস্ত রেলের, রুট দেখে প্ল্যান করার আগাম সুযোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় কেবলমাত্র পুজোর কয়েকটা দিন হৈ-হুল্লোড় করে কাটিয়ে দেওয়া নয়, এর পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানও থাকে। তবে দুর্গাপুজোর সময় প্রচুর সংখ্যক মানুষ একসঙ্গে ঘুরতে যাবার প্ল্যান করে ফেলার কারণে সমস্যা হয় ট্রেনের টিকিটে। এসবের পরিপ্রেক্ষিতেই এবার আগাম বেশকিছু রুটের স্পেশাল ট্রেনের (Durga Puja Special Trains) বন্দোবস্তের কথা জানালো রেল।

Advertisements

দুর্গাপুজোয় যাতে কোন পর্যটককে নিয়ে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কোন সমস্যা না হয় তার জন্য প্রতিবছরই রেলের তরফ থেকে বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চালানো হয়। স্পেশাল ট্রেন চালানোর ক্ষেত্রে মূলত সেই সকল রুটগুলিকে বেছে নেওয়া হয় যেগুলিতে যাত্রী চাহিদা ব্যাপক। সেরকমই এবার পুজোর মরশুমে বেশ কিছু ট্রেন চালাবে রেল যার তালিকা সামনে এসেছে।

Advertisements

রেলের তরফ থেকে আগামী ৬ অক্টোবর থেকে মালদা টাউন থেকে উদনা প্রতি রবিবার একটি স্পেশাল ট্রেন চালানো হবে। এই স্পেশাল ট্রেনটি উদনা থেকে মঙ্গলবার মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দেবে।

Advertisements

হাওড়া থেকে খাঁকিপুরা একটি স্পেশাল ট্রেন চালাবে রেল। যে ট্রেনটি প্রতি রবিবার যাত্রা শুরু করবে। খাঁকিপুরা থেকে এই ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে মঙ্গলবার। আবার ১ অক্টোবর থেকে আসানসোল থেকে খাঁকিপুরা একটি ট্রেন চলবে প্রত্যেক মঙ্গলবার।

আরও পড়ুন ? Baby Berth in Train: ট্রেনের টিকিট বুকিংয়ে যুক্ত হতে চলেছে নতুন অপশন, সুবিধা পাবেন মায়েরা

৫ অক্টোবর থেকে শিয়ালদা ও গোরখপুরের মধ্যে প্রতি শনিবার ও সোমবার একটি স্পেশাল ট্রেন চলবে। হাওড়া থেকে প্রতি শনিবার রক্সুল পর্যন্ত এবং রক্সুল থেকে হাওড়া পর্যন্ত প্রতি রবিবার একটি স্পেশাল ট্রেন চলবে।

পুজোর সময় দিল্লিগামী ট্রেনের চাহিদার কথা মাথায় রেখে আসানসোল থেকে আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত প্রতি শুক্রবার স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনটি ৪ অক্টোবর থেকে যাত্রা শুরু করবে। ৭ অক্টোবর মালদা টাউন থেকে প্রতি সোমবার আনন্দবিহার পর্যন্ত একটি ট্রেন চলবে। ৮ অক্টোবর থেকে আনন্দবিহার থেকে মালদা টাউন ওই স্পেশাল ট্রেন রিটার্ন করবে।

Advertisements