নিজস্ব প্রতিবেদন : গরম যত পড়তে শুরু করেছে ততই পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে উত্তরবঙ্গে। কেন না এই গরমের মরশুমে যেখানে সেখানে ঘুরতে যাব বললে তো আর হয় না। গরমের মরশুমে ঘুরতে যাওয়ার জন্য ঠান্ডা জায়গার দরকার। যে কারণেই উত্তরবঙ্গে (North Bengal) এখন পর্যটকদের ঢল নেমেছে।
উত্তরবঙ্গে পর্যটকদের ঢল নামার কারণে গত কয়েক সপ্তাহ ধরেই ব্যাপক চাহিদা বেড়েছে ট্রেনের টিকিটের। গত কয়েক সপ্তাহ ধরে এমন পরিস্থিতি তৈরি হওয়ার পাশাপাশি আগামী মাস দুয়েক ট্রেনের টিকিট পাওয়া একেবারে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যে কারণে অনেকেই রয়েছেন যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করেও পিছপা হচ্ছেন। তবে এই পরিস্থিতি থেকে পর্যটকদের উদ্ধার করতে নতুন ট্রেন চালানোর ঘোষণা করলো পূর্ব রেল (Eastern Railway)।
পূর্ব রেলের তরফ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত একজোড়া স্পেশাল ট্রেন (North Bengal Summer Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের সিদ্ধান্ত অনুযায়ী হাওড়া থেকে ওই স্পেশাল ট্রেন চলবে। এপ্রিল মাস থেকে এই স্পেশাল ট্রেন চালানো শুরু হচ্ছে এবং তা চলবে একেবারে জুন মাসের শেষ পর্যন্ত। এর ফলে সেই সকল পর্যটকদের উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনের টিকিট পাওয়া সহজ হতে চলেছে এবং নিশ্চিন্তে হবে সফল হলেই মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের জন্য ০৩০২৭ ট্রেনটি হাওড়া থেকে যে দিনগুলিতে রওনা দেবে সেই দিনগুলি হল এপ্রিল মাসের ১৭ ও ২৪ তারিখ, মে মাসের ১, ৮, ১৫, ২২ ও ২৯ তারিখ এবং জুন মাসের ৫, ১২, ১৯ ও ২৬ তারিখ। অন্যদিকে ০৩০২৮ ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে যে দিনগুলিতে রওনা দেবে সেগুলি হল এপ্রিল মাসের ১৮ ও ২৫ তারিখ, মে মাসের ২, ৯, ১৬, ২৩ ও ৩০ তারিখ এবং এবং জুন মাসের ৬, ১৩, ২০ ও ২৭ তারিখ।
০৩০২৭ ট্রেনটি নির্ধারিত দিনগুলিতে হাওড়া স্টেশন থেকে রাত্রি ১১:৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছাবে পর দিন সকাল ১০ঃ৪৫ মিনিটে। অন্যদিকে ০৩০২৮ ট্রেনটি নির্ধারিত দিনগুলিতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দুপুর ১২:৪৫ মিনিটে রওনা দেবে এবং হাওড়া এসে পৌঁছাবে রাত ১২:১০ মিনিটে। এই ট্রেনটি হাওড়া থেকে আজিমগঞ্জ, মালদা টাউন হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে।