টিকিটের চিন্তা করতে হবে না, উত্তরবঙ্গের জন্য স্পেশাল ট্রেনের বন্দোবস্ত রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সারা বছরই পাহাড়ের টানে উত্তরবঙ্গে পাড়ি দিতে দেখা যায় পর্যটকদের। আর যখন দক্ষিণবঙ্গে গরম লাগাম ছাড়া সেই সময় আবার অনেকেই উত্তরবঙ্গ পাড়ি দেওয়ার প্ল্যান করছেন। তবে প্ল্যান করলেও টিকিট নিয়ে সমস্যার জন্য বহু পর্যটককেই পিছু হটতে হচ্ছে। এই সকল সমস্যার কথা মাথায় রেখে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে উত্তরবঙ্গের জন্য সামার স্পেশাল ট্রেন (Summer Special Train) চালু করা হলো।

Advertisements

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফ থেকে গ্রীষ্মকালীন পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে ২ জোড়া ট্রেন চালু করা হয়েছে। এই দু’জোড়া ট্রেনের মধ্যে এক জোড়া ট্রেন যাতায়াত করবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া। অন্যদিকে দ্বিতীয় জোড়া ট্রেনটি যাতায়াত করবে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি।

Advertisements

০৩০২৭ হাওড়া নিউ জলপাইগুড়ি ট্রেনটি ১৯ এপ্রিল থেকে ২৮ জুন পর্যন্ত প্রতি সপ্তাহের বুধবার যাত্রা করবে। এই ট্রেনটির মোট ১১ টি টিপ রয়েছে। প্রতি বুধবার হাওড়া থেকে ট্রেনটি রাত ১১ঃ৪০ মিনিটে ছাড়বে এবং পরদিন নিউ জলপাইগুড়ি পৌঁছাবে সকাল ১০:৪৫ মিনিটে।

Advertisements

০৩০২৮ নিউ জলপাইগুড়ি হাওড়া ট্রেনটি ২০ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত যাত্রা করবে। মোট ১১টি ট্রিপ রয়েছে ট্রেনটির। প্রত্যেক বৃহস্পতিবার ১২.১৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে একই দিনে ২৩.৩০ ঘণ্টায় হাওড়া পৌঁছবে।

০৩১০৩ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেনটির ১০টি ট্রিপ রয়েছে। ২২ এপ্রিল থেকে ২৪ জুন পর্যন্ত প্রত্যেক শনিবার ২৩.৪০ ঘণ্টায় শিয়ালদহ থেকে রওনা দিয়ে পরের দিন ১০.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরার পথে ০৩১০৪ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ সামার স্পেশালটি ২৩ এপ্রিল থেকে ২৫ জুন পর্যন্ত প্রত্যেক রবিবার ১২.১৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে একই দিনে ২৩.৫০ ঘণ্টায় শিয়ালদহ পৌঁছবে। ট্রেনটিতে মোট ১০ টি ট্রিপ রয়েছে।

Advertisements