নিজস্ব প্রতিবেদন : বাহানাগা বাজার (Bahanaga Bazar), দিন কয়েক আগে পর্যন্ত এই জায়গাটি দেশের মানুষ চিনতেন না। কিন্তু রাতারাতি এই জায়গা শিরোনামে চলে এসেছে মূলত বালেশ্বরে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কারণে। কারণ বালেশ্বর জেলার বাহানাগা বাজার স্টেশন (Bahanaga Bazar Station) এলাকাতেই শুক্রবার দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস।
যে ট্রেন দুর্ঘটনা শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রূপান্তরিত হয়। যে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান ২৮৮ জন, আহত হন এক হাজারের বেশি যাত্রী। মাত্র কয়েক সেকেন্ডের ভুলের জন্য শূন্য হয়ে যায় কত কত পরিবার। এই রেল দুর্ঘটনার পর ভারতীয় রেলের তরফ থেকে তড়িঘড়ি তদন্ত শুরু করা হয়। পাশাপাশি দুর্ঘটনার কারণ খোঁজার দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে। এরই সঙ্গে সঙ্গে এবার এই রেল স্টেশন নিয়ে নয়া সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
জুন মাসের ২ তারিখ সন্ধ্যা ৭টা বেজে ৮ মিনিটে যে ভয়ংকর দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনায় একসঙ্গে তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে, সেই দুর্ঘটনার পিছনে কি লুকিয়ে রয়েছে? সিগন্যালিং সমস্যা থেকেই এই দুর্ঘটনা তা একপ্রকার নিশ্চিত হলেও কিভাবে এত বড় ভুল হল তা খুঁজে বের করতে সিবিআই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এরই পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে, আপাতত বাহানাগা বাজার স্টেশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল।
ঠিক কি কারণে এমন দুর্ঘটনা ঘটলো সেই কারণ খোঁজার জন্য তদন্ত শুরু করার পর প্রায় প্রতিদিনই স্টেশনে পৌঁছাতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। এই স্টেশনের রেললাইন, ট্র্যাক, সিগন্যালিং সিস্টেম সহ সমস্ত কিছুই এখন রয়েছে CBI-এর স্ক্যানারে। তদন্ত যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই স্টেশনটিতে কোন ট্রেন থামানো যাবে না বলে জানানো হয়েছে।
অর্থাৎ রেলের সিদ্ধান্ত অনুযায়ী এখন এই স্টেশনে আর কোন ট্রেন দাঁড়াবে না, যতদিন না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে। এমনিতে বহু যাত্রী রয়েছেন যারা প্রতিদিন বালেশ্বর জেলার এই স্টেশনটিতে ওঠানামা করেন। কিন্তু এই রেল দুর্ঘটনার পর এখন এই স্টেশন বন্ধ থাকার ফলে আর যাত্রীরাও তা ব্যবহার করতে পারবেন না। কবে পুনরায় এই স্টেশন খোলা হবে তা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি, শুধু জানানো হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্টেশনে যেকোনো ধরনের ট্রেন থামা বন্ধ থাকবে।