Train Coach: ৪০ হাজার সাধারণ ট্রেনের কোচ বদলের ঘোষণা কেন্দ্রের! মিলবে বন্দে ভারতের সুবিধা

নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের তরফ থেকে পেশ করা হলো ভোট অন অ্যাকাউন্ট বাজেট (Union Budget 2024)। যেহেতু সামনে রয়েছে লোকসভা নির্বাচন তাই এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়নি। পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে জুলাই মাসে। বৃহস্পতিবার বাজেট পেশ করার সময় ভাষণে এমনটাই জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

সামনেই লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের আগে এবারের বাজেট অন্তবর্তী হলেও তা বিভিন্ন দিক দিয়ে গুরুত্বপূর্ণ। কেননা এই বাজেটের মধ্য দিয়েই কেন্দ্র সরকার সাধারণ মানুষদের সামনে কল্পতরু হয়ে হাজির। বিভিন্ন খাতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের জন্য ঘোষণার পাশাপাশি সাধারণ মানুষদের পাশে থাকার বিষয়েও নানান ঘোষণা হয়। এসবের মধ্যেই এবারের বাজেটে সবচেয়ে বড় প্রাপ্তি হলো রেলের (Indian Railways)।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন বাজেট ঘোষণার সময় রেলের উন্নয়নের জন্য জানান, ৪০ হাজার সাধারণ ট্রেনের কোচে আনা হবে পরিবর্তন। ৪০ হাজার সাধারণ ট্রেনের কোচকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচের সুবিধার পর্যায় নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এই ঘোষণার পরিপ্রেক্ষিতে দেশে যে সকল ট্রেন যাতায়াত করে তাদের ৪০ হাজার কোচ আগামী দিনে হয়ে উঠবে বন্দে ভারতের মতো।

আরও পড়ুন 👉 Vote on Account Budget: পূর্ণাঙ্গ নয়, এবার পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট বাজেট! এই বাজেট আবার কী!

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচ সম্পর্কে দেশের প্রতিটি মানুষ এখন জ্ঞাত। দেশের প্রতিটি মানুষ এখন জানেন, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচে কেমন সুবিধা পান যাত্রীরা। এই সকল ট্রেনের কোচ একদিকে যেমন যাত্রীদের আরামদায়ক সফরের জন্য তৈরি করা হয়েছে ঠিক সেই রকমই আবার নিরাপত্তার দিক দিয়েও কোনো রকম কোথাও খামতি নেই। নিরাপত্তার ক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচ অন্যান্য সাধারণ ট্রেনের কোচের তুলনায় অনেক উন্নত।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচে অত্যাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার পাশাপাশি রয়েছে সিসি ক্যামেরা ইত্যাদি। এই ট্রেনের কোচগুলিতে বসার সিট অন্যান্য ট্রেনের কোচের তুলনায় আলাদা। এমন অত্যাধুনিক কোচ এবার দেশের অন্যান্য সাধারণ ট্রেনেও যুক্ত হবে বলে বাজেটে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতীয় নাগরিক যারা ট্রেনে চড়ে বিভিন্ন সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন তাদের জন্য এবারের বাজেটে এটি একটি বড় প্রাপ্তি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।